সোনা মহাপাত্রের নিশানায় শেফালী জরীওয়ালা। ছবি: সংগৃহীত।
বিনোদন জগতে যৌন হেনস্থা নিয়ে একাধিক বার মুখ খুলেছেন গায়িকা সোনা মহাপাত্র। এক সময় সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে সরাসরি যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। ‘মিটু’ আন্দোলনেও তিনি সরব ছিলেন। এমনিতে আড়ালেই থাকেন, কিন্তু মাঝেমধ্যে এমন সব মন্তব্য করেন যাতে বিতর্ক তৈরি হয়। এ বার প্রয়াত অভিনেত্রী শেফালী জরীওয়ালাকে নিয়ে বেফাঁস মন্তব্য সোনার!
শেফালীর আকস্মিক মৃত্যু অনেকেই মানতে পারছেন না। তাঁর অনুরাগীরা শেফালীর মৃত্যুর পর তাঁর ‘কাঁটা লগা’ হিট নম্বরের দ্বিতীয় পার্ট চাইছেন। সেই খবর গিয়ে পৌঁছেছে ‘কাঁটা লগা’ গানের নির্মাতাদের কানে। এ বার তাঁদের উদ্দেশেই সোনা বলেন, ‘‘কাঁটা লগা গানটি তিন শিল্পীর সৃষ্টি। গীতিকার, সুরকার তথা গায়ক আরডি বর্মন, মজরুহ সুলতানপুরি ও লতা মঙ্গেশকর। এ বার এই আকস্মিক প্রয়াণের প্রচার করে লোকজন যাঁদের ‘নির্মাতা’ বলে দাবি করছে, সেটা জোর করে করানো প্রচার ছাড়া কিছুই নয়।” সোনা তাঁর পোস্টে ‘কাঁটা লগা’ গানের দুই নির্মাতাদের সরাসরি তোপ দাগেন। বিনয় সাপ্রু এবং রাধিকা রাওকে কটাক্ষ করে লেখেন, “এরা দু’জন মিলে একটা ১৯ বছরের মেয়েকে (শেফালী জরীওয়ালা) দিয়ে নোংরা ভিডিয়ো বানিয়েছিল। অবশ্যই এই চটুল গানের জন্য কিংবদন্তি শিল্পীদের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত শেফালীর জন্য সমবেদনা! সে সব ঠিক আছে, কিন্তু ঐতিহ্য বলেও তো একটা বিষয় আছে?”
দিন কয়েক আগে শেফালীর স্মরণসভা থেকে ফিরে বিনয় ও রাধিকা নিজেরাই জানিয়েছিলেন, তাঁরা কখনও আর ‘কাঁটা লগা’ গানের দ্বিতীয় অংশ প্রকাশ করবেন না। কারণ শেফালী নিজে চেয়েছিলেন, সারা জীবন দর্শক তাঁকে ‘কাঁটা লগা গার্ল’ নামেই চিনুক। তাঁর এই শেষ ইচ্ছেই রাখতে চেয়েছেন নির্মাতারাও। যদিও গায়িকা সোনার এ হেন মন্তব্য নিমেষে ভাইরাল হয় সমাজমাধ্যমে। সমালোচনা করতে গিয়ে নিজেই সমালোচিত হচ্ছেন গায়িকা। কেউ লিখেছেন, “এটার পর আপনার প্রতি শেষ সম্মানটুকু চলে গেল।” কারও মতে, “অত্যন্ত জঘন্য মানসিকতার পরিচয় এবং শেফালীর পরিবারের জন্য বেদনাদায়ক।”