Entertainment News

নতুন আলোর দিশায় সোনাক্ষীর ‘নুর’?

নারী দিবসের আগেই প্রকাশ্যে এল ‘নুর’-এর ট্রেলর। এ ছবিও এক নারীকে কেন্দ্র করে। ছবিতে এক জন মহিলা সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। ‘নুর’ পরিচালনা করেছেন সুনীল সিপ্পি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ১১:৩৫
Share:

নারী দিবসের আগেই প্রকাশ্যে এল ‘নুর’-এর ট্রেলর। এ ছবিও এক নারীকে কেন্দ্র করে। ছবিতে এক জন মহিলা সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। ‘নুর’ পরিচালনা করেছেন সুনীল সিপ্পি। সোনাক্ষী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কানন গিল, শিবানী দণ্ডেকার এবং পূরব কোহালি।

Advertisement

২০১৪-য় পাকিস্তানের সাংবাদিক এবং লেখিকা সাবা ইমতিয়াজ ‘করাচি, ইউ আর কিলিং মি’ বইটি লিখে চার দিকে হই হই বাধিয়ে দিয়েছিলেন। সেই বইয়ের আদলেই তৈরি ‘নুর’। যে ট্রেলর প্রকাশ্যে এসেছে, তা মাত্র আড়াই মিনিটের। সোনাক্ষী এক সাংবাদিকের চরিত্রে। যাঁর প্রবল ইচ্ছা, একটা ট্রেন দুর্ঘটনার দিন যেন নিজের জন্মদিনটা পড়ে। কিন্তু, সে ইচ্ছায় তালা লাগিয়ে দিয়েছেন অফিসের বস। বস বার বার তাঁকে পাঠান সানি লিওনের সাক্ষাৎকার জোগাড় করতে। তবে ছবিতে টার্নিং পয়েন্ট আছে। গল্পের মোড় ঘুরে অন্য মোড়ে বাঁক নেয়। আগামী ২১ এপ্রিল জানা যাবে কোন মোড়ে ঘুরছে ‘নুর’।

দেখুন ভিডিও

Advertisement

আরও পড়ুন: বলিউডের সৎ-মা এবং সন্তানদের মধ্যে বয়সের ফারাক জানলে চমকে যাবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement