সোনাক্ষী সিন্হা এবং জ়াহির ইকবাল। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্য দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা সোনাক্ষী সিন্হা এবং জ়াহির ইকবাল। গত বছর ২৩ জুন বিয়ে সেরেছেন তাঁরা। ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবু দীর্ঘ দিনের প্রেমিককে নিয়ে দিব্যি রয়েছেন সোনাক্ষী। সুখে সংসার করছেন। অন্তত সমাজমাধ্যমে তাঁদের প্রকাশিত ছবি থেকে সে কথাই স্পষ্ট। দু’জনের সম্পর্কে শুধু ভালবাসাই নয়, রয়েছে মিষ্টিমধুর খুনসুটিও।
যদিও এই বিয়ে নিয়ে চাপা অশান্তি রয়েছে সিন্হা পরিবারে। সোনাক্ষীর বিয়ে নিয়ে অখুশি দুই দাদা। এক সময় অভিনেত্রীর মা নিজেই জানান, জ়াহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জ়াহিরকে। পাল্টা মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। বিয়ের আগে জ়াহিরের সঙ্গে মেলামেশাতেও ছিল বাধা। এ বার জন্মদিনে বাড়ির লোকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন শত্রুঘ্ন-কন্যা!
২ জুন ৩৮ বছরে পা দিলেন সোনাক্ষী। স্ত্রীর জন্মদিন উপলক্ষে ভালবাসায় ভরা পোস্ট করেন স্বামী জ়াহির। যদিও অন্যদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে আগেভাগেই নিষেধ করে দিয়েছিলেন অভিনেত্রী। বিশেষত নিজের পরিবার ও বন্ধুদের জন্য একটি পোস্ট করেন তিনি। সোনাক্ষী লেখেন, ‘‘আমার প্রিয় পরিবার ও বন্ধুদের উদ্দেশে বলছি, জানি আমার জন্মদিন। রাত ১২ টা থেকে আমাকে ফোন করার কোনও প্রয়োজন নেই। ভোর পাঁচটায় আমাকে উঠতে হবে, কারণ সকাল ৬টায় কলটাইম। যদি আমাকে বিন্দুমাত্র ভালবেসে থাকেন, দয়া করে ঘুমোতে দিন।’’