Bollywood Gossip

কঙ্গনা-সহ একাধিক নারীর সঙ্গে পরকীয়া, আদিত্যকে ছাড়েননি কেন জ়ারিনা, জানালেন পুত্র?

আদিত্যের এত প্রেমিকা বার বার ঠকিয়েছেন। কিন্তু আদিত্যকে ছেড়ে কেন যাননি অভিনেত্রী, জানালেন পুত্র সুরজ পাঞ্চোলি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৯:৫৪
Share:

(বাঁ দিকে) কঙ্গনা রানাউত, জ়ারিনা ওয়াহাব এবং সুরজ পাঞ্চোলি। ছবি: সংগৃহীত।

স্বামী আদিত্য পাঞ্চোলির একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক। ছেলে সুরজও গ্রেফতার হয়েছিলেন। পারিবারিক নানা ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী জ়ারিনা ওয়াহাব। বেশ কয়েক বছর আগে অভিনেত্রী কঙ্গনা রানাউত জানিয়েছিলেন, মাত্র ১৭ বছর বয়সে বাবার বয়সী একজনের কাছে শারীরিক ভাবে হেনস্থার শিকার হয়েছেন তিনি। তখন সরাসরি কারও নাম না বললেও সম্প্রতি অভিযোগের আঙুল তুলেছেন আদিত্য পাঞ্চোলির দিকে। সে সময় নাকি আদিত্যের স্ত্রী জ়ারিনার কাছে সাহায্যের জন্যও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু জ়ারিনা তাঁকে ফিরিয়ে দেন, অভিযোগ কঙ্গনার। তবে শুধু কঙ্গনা নয়। একাধিক সম্পর্ক ছিল আদিত্যের। প্রেমিকাদের নাকি শারীরিক নির্যাতন হামেশাই করতেন অভিনেতা। যদিও স্বামীর সব সময়ই গুণগানই গেয়েছেন অভিনেত্রী। স্বামীর এত প্রেমিকা বার বার ঠকিয়েছেন জ়ারিনাকে। কিন্তু, কেন ছেড়ে যাননি অভিনেত্রী, জানালেন পুত্র সুরজ।

Advertisement

সুরজ জানান, এটা তাঁর মায়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি সেটার ভিতর ঢুকতে যেমন চান না, তেমনই আরও একটা দিক আছে। মাত্র ১৬ বছর বয়স থেকে তাঁর মা কাজ করতে শুরু করেন। মুম্বইয়ের বান্দ্রার মতো জায়গায় নিজের চারটে ফ্ল্যাট আছে, টাকাপয়সার অভাব নেই। চাইলে বাপের বাড়ি হায়দরাবাদে ফিরে যেতে পারতেন। কিন্তু করেননি। সুরজের কথায়, ‘‘আমার মা স্বাধীনচেতা নারী। তাঁর নিজের সব আছে। চাইলেই বাবাকে ছেড়ে দিয়ে হায়দরাবাদ ফিরে যেতে পারতেন। কিন্তু করেননি। কারণ, তাঁর বাবার বাড়ির দিকে খুঁটির জোর ছিল না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement