Ronodeep Bose

সৌমিত্রর নাতি রণদীপ আপাতত সুস্থ, প্রকাশ্যে এল ছবি

দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন রণদীপ। দুর্ঘটনার ঠিক আগে রিঙ্গো তাঁকে নিয়ে ‘মেসি’ নামের একটি ছবি তৈরি করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১০
Share:

রণদীপের সঙ্গে রিঙ্গো। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

২০১৭-এ ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ। প্রায় তিন বছর পর আপাতত কিছুটা সুস্থ তিনি। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অভিনেতা। পরিচালক রিঙ্গো সোশ্যাল মিডিয়ায় রণদীপের সঙ্গে সদ্য ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সুস্থ রণদীপ। সূত্রের খবর, যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরবেন সৌমিত্রর নাতি।

Advertisement

দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন রণদীপ। দুর্ঘটনার ঠিক আগে রিঙ্গো তাঁকে নিয়ে ‘মেসি’ নামের একটি ছবি তৈরি করেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে রণদীপের অনুপস্থিতিতেই সে ছবি মুক্তি পায়। দীর্ঘ লড়াইয়ের পর প্রকাশ্যে এলেন রণদীপ। ছবি শেয়ার করে নিজের উচ্ছ্বাস গোপন করেননি রিঙ্গো। তিনি লিখেছেন, ‘প্রমাণ হল, ভগবান আছেন…।’

২০১৭-র মার্চে নিউ আলিপুর স্টেশন রোডের কাছে একটি রেস্তোরাঁর সামনে রণদীপের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে। রণদীপ এবং তাঁর বন্ধু জয়দীপ গুরুতর আহত হন। সেই ভয়াবহ অভিজ্ঞতা এখন অতীত।

Advertisement

আরও পড়ুন, রূপান্তরকামী জানার পর গুন্ডা দিয়ে মেরেছিল বাড়ির লোক!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement