নতুন ছবিতে গৌরব রায়চৌধুরী? ছবি: সংগৃহীত।
‘একান্নবর্তী’র পর আবারও বড় পর্দায় অভিনেতা গৌরব রায়চৌধুরী। ২০২১ সালে সৌরসেনী মিত্রের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। মাঝে তিন বছর ছোট পর্দায় অভিনয় করেছেন তিনি। সেখানে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘পুবের ময়না’ ধারাবাহিকে। তা-ও শেষ হয়েছে প্রায় তিন-চার মাস আগে। বড় পর্দায় কাজের জন্যই কি ধারাবাহিকে দেখা যাচ্ছে না গৌরবকে? টলিপাড়ার অন্দরের ফিসফাস এ বার তাঁকে দেখা যাবে পরিচালক এমএন রাজের নতুন ছবিতে।
দিন কয়েক আগেই নতুন ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। ছবির নাম ‘ভালোবাসার মরশুম’। এই ছবির মাধ্যমে প্রথম বার বাংলা সিনেমায় দেখা যাবে শরমন জোশীকে। নায়িকা— সুস্মিতা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌরবকে। আর রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। সূত্র বলছে, বুধবার রাতেই সব কথাবার্তা হয়ে চূড়ান্ত হয়েছে। যদিও পরিচালক বা অভিনেতার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
প্রেম-বন্ধুত্ব, সম্পর্কের গল্প বলবে এই ছবি। নতুন সিনেমার প্রসঙ্গে পরিচালক আনন্দবাজার ডট কমকে বলেছিলেন, “এখন বড় পর্দায় বাঙালিয়ানাই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বার বার৷ তাই আমার মনে হল এখন প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ প্রেম আছে। স্বামী-স্ত্রীর সংসার, বন্ধুত্বের গল্পও আছে।” নতুন কাজ নিয়ে উত্তেজিত অভিনেত্রী সুস্মিতাও। বললেন, ‘‘ভাল চরিত্র। সেই সঙ্গে শরমন জোশীর সঙ্গে কাজ অবশ্যই বড় সুযোগ।’’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খাইরুল বাসারকে। দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং৷ পরিচালক জানিয়েছেন, ইতিমধ্যেই বাংলা শিখতে শুরু করেছেন অভিনেতা শরমন।