Upcoming bengali movie

বাদল সরকারের নাটক ফের পর্দায়! এ বার জুটিতে গার্গী-রজতাভ, পরিচালক কে?

টলিপাড়ায় নাকি নতুন জুটি। স্টুডিয়োপাড়ায় ফিসফাস নতুন ছবির লুক সেটও নাকি হয়ে গিয়েছে। সেই ছবিতে জুটি বাঁধছেন গার্গী রায়চৌধুরী এবং রজতাভ দত্ত?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৮:৩৪
Share:

গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত। ছবি: সংগৃহীত।

চার জন পুরুষ। তারা বিভিন্ন পেশার। এক তরুণীর অন্ত্যেষ্টিতে মিলিত হয়। সেখানে তাদের পুরনো সম্পর্ক, প্রেমের কথা আলোচিত হতে থাকে। বাদল সরকারের লেখা ‘পাগলা ঘোড়া’ নাটকের আধারেই নতুন ছবি তৈরি করছেন পরিচালক শেখর দাস। বহু দিন শেখরের কোনও ছবি দেখেননি দর্শক। ‘মহুলবনীর সেরেঞ’, ‘নেকলেস’, ‘কালের রাখাল’-সহ তাঁর অনেক ছবিই সমালোচক মহলে প্রশংসিত। শোনা যাচ্ছে, অনেক দিন পরে নতুন ছবির কাজ শুরু করেছেন পরিচালক। মুখ্য চরিত্রে নাকি দেখা যাবে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকে। টলিপাড়ার ফিসফাস গার্গীর বিপরীতে দেখা যাবে অভিনেতা রজতাভ দত্তকে।

Advertisement

অনেক দিন ধরেই পরিকল্পনা চলছে। এই ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দেখা যাবে না। সৃজিত এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে। সময়ই নাকি বাদ সেধেছে। তাই সৃজিতের পরিবর্তে শেখর নাকি বেছে নিয়েছেন অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে। তাঁর বিপরীতে নাকি দেখা যাবে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। এ ছাড়া ছবিতে রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায় এবং দীর্ঘয়ী পাল।

তিনটি জুটির কথা জানা গেলেও, শোনা যাচ্ছে আরও একটি জুটি নাকি থাকতে পারে এই ছবিতে। নাটকের দল থেকেই সেই জুটিকে নাকি বেছে নিয়েছেন পরিচালক। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। সূত্র বলছে, গার্গীর লুক সেট হওয়া বাকি ছিল। সেটাও নাকি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আগামী ১৯ জুন থেকে শুরু হবে শুটিং। কলকাতার বিভিন্ন জায়গায় পড়বে সেট। যদিও প্রযোজনা সংস্থা, পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীদের তরফে এখনও কিছু জানানো হয়নি। প্রযোজনার দায়িত্বে নাকি রয়েছে স্বভূমি এন্টারমেন্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement