ইন্দ্রাশিসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইপ্সিতা? ছবি: সংগৃহীত।
টলিপাড়ায় নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদের পর আবারও প্রেমে পড়েছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী৷ তাঁর নতুন প্রেমিকও অভিনেতা। সুতরাং, আরও বেশি আলোচনা অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠমহলে৷ অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় এবং ইন্দ্রাশিস রায়ের প্রেম নিয়ে সরগরম টলিপাড়া। তাঁরা নাকি প্রেম করছেন। অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা নিজেই প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী। অন্য দিকে শোনা যায়, সৌরভী তরফদারের সঙ্গে সংসার ভেঙেছে ইন্দ্রাশিসেরও। তবে প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা। শোনা যাচ্ছে, ইন্দ্রাশিস এবং ইপ্সিতা পরস্পরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যা নিয়ে টলিপাড়ার অন্দরে আলোচনার শেষ নেই। সত্যিই কি প্রেমে পড়েছেন ইপ্সিতা?
আনন্দবাজার ডট কমের তরফে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রীর সাফ জবাব, খুব বিরক্ত তিনি এই আলোচনায়। অভিনেত্রী বললেন, “আমার জন্য একটা ছেলে খুঁজে দিন না! বলছি তো! একজনের সঙ্গে কোনও ছবি দেওয়া মানেই যে এই সব আলোচনা শুরু হয়ে যায়, এই চর্চাটা এ বার বন্ধ হোক।”
ধারাবাহিকের সেট থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। ইন্দ্রাশিসের জন্মদিনে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। তার পরেই এই চর্চার হিড়িক। ইপ্সিতা বললেন, “এখন এত ইউটিউব চ্যানেল। সত্যতা বিচার না করেই সবাই মনের মাধুরী মিশিয়ে মনগড়া খবর লিখে দেয়। সবাইকে বলব একটু সত্যতা বিচার করে সবটা করুন।” অর্ণবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এখন নিজের মতো করে কিছুটা সময় কাটাতে চান ইপ্সিতা। মা-বাবাকে নিয়ে ভাল আছেন তিনি। তাই এই মুহূর্তে কোনও সম্পর্কের বোঝা চাপাতেই রাজি নন তিনি।