কাকে দেখা যাবে নন্দিনীর বিপরীতে? ছবি: সংগৃহীত।
তাঁকে শেষ যমজ বোনের গল্পে দেখেছিলেন দর্শক। আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। টলিপা়ড়ার অন্দরে গুঞ্জন এমনই। শোনা যাচ্ছে, ‘দুই শালিক’ ধারাবাহিকের নন্দিনী দত্তকে দেখা যাবে এ বার নতুন ভাবে। শোনা যাচ্ছে, জ়ি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে অভিনেত্রীকে। আবারও নাকি প্রেমের গল্প। এর আগে যমজ বোনের কাহিনিতে দেখা গিয়েছিল। এ বারে নাকি ধারাবাহিকে দেখা যাবে দুই নায়িকাকে। এক জন নন্দিনী হলে অন্য জন কে? শোনা যাচ্ছে,অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে একই ফ্রেমে। নায়ক এখনও কিছু চূড়ান্ত হয়নি। যদিও এখনও এ প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতাদের তরফে কিছু ঘোষণা হয়নি।
শোনা গিয়েছিল, গত কয়েক মাস ধরে অনেক চ্যানেল থেকে বিভিন্ন চরিত্রের প্রস্তাব এসেছিল। কিন্তু দোটানায় ছিল সাইনা। ইন্ডাস্ট্রিতে ফিসফাস, এ বার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জ়ি বাংলার নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রেই নাকি দেখা যাবে সাইনাকে। কিন্তু হয়নি৷ এই মুহূর্তে সাইনা দশম শ্রেণির ছাত্রী৷ অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও তার প্রিয়৷ এখন অবশ্য কোনও স্কুলের ছাত্রী নয় সাইনা। মায়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘হোম স্কুলিং’-এর মাধ্যমেই পড়াশোনা করছে সাইনা৷ একের পর এক নতুন ধারাবাহিকের ঘোষণা হচ্ছে। সম্প্রতি প্রতীক সেনকে ‘দাদামণি’ ধারাবাহিকে দেখছেন দর্শক। সাইনা, নন্দিনীর নতুন কাহিনি দর্শকের কেমন লাগে তারই অপেক্ষা।