Sonamoni Saha-Pratik Sen

সোনামণি এবং প্রতীক এ বার বিয়ের পিঁড়িতে? ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন কি সত্যি? স্পষ্ট জবাব নায়িকার

এই মুহূর্তে নায়ক-নায়িকা দু’জনকেই দর্শক দেখছে দুটি আলাদা ধারাবাহিকে। ‘মোহর’ ধারাবাহিকের মাধ্যমেই প্রথম সোনামণি-প্রতীকের জুটি হিসাবে ছোটপর্দায় হাতেখড়ি হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ০৯:০৫
Share:

শীঘ্রই কি সোনামণি সাহা এবং প্রতীক সেন বিয়ে করছেন? ছবি: সংগৃহীত।

জগদ্ধাত্রীপুজোর একটি মুহূর্ত। তার পরেই আবার চর্চায় অভিনেত্রী সোনামণি সাহা। আবার আলোচনায় উঠে এসেছে নায়িকা এবং প্রতীক সেনের প্রেমপর্ব। অঞ্জনা বসুর বাড়িতে প্রতীকের মায়ের সঙ্গে গিয়েছিলেন সোনামণি। সেখান থেকেই যত জল্পনার সূত্রপাত। তবে কি শীঘ্রই তাঁরা বিয়ে করছেন?

Advertisement

এই মুহূর্তে নায়ক-নায়িকা দু’জনকেই দর্শক দেখছে দুটি আলাদা ধারাবাহিকে। ‘মোহর’ ধারাবাহিকের মাধ্যমেই সোনামণি-প্রতীকের জুটি হিসাবে ছোটপর্দায় হাতেখড়ি হয়। শোনা যায়, সেই ধারাবাহিকের শুটিং থেকেই তাঁদের বিশেষ বন্ধুত্বের শুরু। যদিও প্রকাশ্যে শুধুই বন্ধুত্বের কথা বলেছেন তাঁরা। প্রতীক যদিও প্রায় সারা ক্ষণই এই প্রসঙ্গ এড়িয়ে যান।

প্রেমপর্ব, বিয়ের প্রশ্ন উঠতেই সোনামণির উত্তর, “কোথাও নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করিনি আমরা। এ দিকে বিয়ের কথা হয়ে গেল। কোন দিন শুনব, আমাদের বাচ্চার পরিকল্পনাও হয়ে গিয়েছে।” তা হলে কি আদৌ তাঁরা বিয়ে করছেন? সোনামণি যোগ করেন, “সত্যিই কোনও মন্তব্য করার ইচ্ছা নেই। একসঙ্গে কাজও করেছি আমরা। ফলে খুব ভাল বন্ধু আমরা। এর চেয়ে বেশি কিছু কোনও দিনও বলিনি প্রকাশ্যে। এখনও কিছু বলতে চাই না।” কাজের সূত্রেই প্রতীকের পরিবারের সঙ্গে যোগাযোগ অভিনেত্রীর। সেই জন্যই অভিনেতার মায়ের সঙ্গেও ভাল সম্পর্ক তৈরি হয়েছে। এর থেকে বেশি কিছু আলোচনা হোক তাঁদের সম্পর্ক নিয়ে, তা চান না অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement