Sreemoyee Chattoraj

বিজেপি দলের অনেক অভিনেত্রী স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেন, খোঁজ নিলেই তা জানা যাবে: শ্রীময়ী

লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তা প্রকাশ্যে আসতেই শুরু নতুন বিতর্ক। প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক সুকান্ত মজুমদার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৯:২১
Share:

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ কেন রাগ উগরে দিলেন? ছবি: সংগৃহীত।

বিজেপি বিধায়ক সুকান্ত মজুমদারের একটি পোস্ট ঘিরে বিতর্ক শুরু। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আবেদন জানিয়েছেন ‘লক্ষ্মীর ভান্ডার’–এর সুবিধা পাওয়ার জন্য। এই খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। কী প্রশ্ন? বিধায়ক হয়েও স্ত্রীকে দিয়ে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর জন্য আবেদন করানো হচ্ছে! এই প্রশ্নের কী জবাব দিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী?

Advertisement

বিরক্তি উগরে দিয়েছেন অভিনেত্রী। শ্রীময়ীর স্পষ্ট জবাব, “লক্ষ্মীর ভান্ডারের জন্য আমি অনেক দিন আগে আবেদন করেছিলাম। তখনও আমার বিয়ে হয়নি। তখন তো আর জানতাম না, কাঞ্চন বিধায়ক হবে বা আমার ওর সঙ্গে বিয়ে হবে!” ২০১৮ সালে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর আবেদন করেছিলেন তিনি। তখন অভিনেত্রী থাকতেন উত্তর কলকাতায়। তার পর সেখানে কিছু সমস্যা হওয়ায় লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনি পেতেন না, জানিয়েছেন শ্রীময়ী।

অভিনেত্রী যোগ করেন, “কোথায় লেখা আছে, বিধায়কের স্ত্রী হলে কোনও সুবিধা পাওয়া যাবে না। একটু খোঁজ নিলে দেখা যাবে, অনেক অভিনেত্রী আছেন যাঁরা বিজেপি দলের সঙ্গে যুক্ত, তাঁরাও হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বাস্থ্যসাথী কার্ড খোঁজেন। তার সুযোগসুবিধা নেন। ভাগ্যিস আমরা তৃণমূলের অধীনে আছি। কারণ এখন তো অন্যান্য দলের সদস্যরাও সব সরকারি সুযোগসুবিধা পান।”

Advertisement

অভিনেত্রী বুঝতে পারছেন না, কেন প্রশ্ন তোলা হচ্ছে? তিনি আরও যোগ করেন, “বিজেপির মতো দুর্নীতিগ্রস্ত সরকার যদি আসে, তা হলে তো অন্য দলের পক্ষপাতিত্ব করলে বাঁচতেই দেবে না। ঘরে ঢুকে মেরে দিয়ে চলে যাবে। নিজের কাজ নিয়ে ভাবা উচিত। কার বাচ্চা হতে গিয়ে কত টাকা খরচ হয়েছে, তা নিয়ে না-ও ভাবতে পারতেন উনি।” বিয়ের অনেক আগেই লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছিলেন শ্রীময়ী। তাই তাঁর মনে হয়, সাধারণ মানুষ হিসাবে সরকারি সুযোগ পাওয়া তাঁর অধিকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement