Bengali Mega Chirodini Tumi Je Amar

আর্য-অপর্ণার বিয়ে, রাগে অন্ধ মীরা ম্যাডাম কি ‘এএসআর’-কে বোমা মেরে ওড়ানোর ফন্দি এঁটেছেন?

পাটিপত্র হয়ে গিয়েছে। সেখানে লেখা, আর্য সিংহ রায়-অপর্ণা বসুর চার হাত এক হতে চলেছে। মীরা ম্যাডাম চুপচাপ হজম করছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৯
Share:

জীতু কমল এবং তন্বী লাহা রায়। ছবি: ফেসবুক।

ছলচাতুরি কম করেননি। নানা ভাবে আর্য সিংহ রায়ের সামনে অপর্ণাকে অপদস্থ করার চেষ্টা করেছেন। প্রত্যেক বার ভেবেছেন, তাঁর ‘এএসআর’ তাঁরই থাকবে। প্রত্যেক বার সেই আশা ব্যর্থ। এ বার তো পাটিপত্র হয়ে গিয়েছে। শীঘ্রই চার হাত এক হবে নায়ক-নায়িকার।

Advertisement

ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর দাপুটে খলনায়িকা ‘মীরা ম্যাডাম’ কী করছেন? চুপচাপ মেনে নিচ্ছেন সব কিছু? আগামী পর্বেই বা কী হতে চলেছে?

প্রশ্ন নিয়ে ‘মীরা’ ওরফে তন্বী লাহা রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। অভিনেত্রী শটে ব্যস্ত। তাঁর অংশের শুটিং শেষ হতেই কথা বললেন। ধারাবাহিকে যেমন হাজার ব্যর্থতার পরেও তাঁর আশা মরে না, ফোনেও ঠিক সে ভাবে আশ্বাস দিলেন, “এত ঘাবড়ানোর কিচ্ছু নেই! আর্য-অপর্ণার বিয়ের কথা হয়েছে। বিয়ে তো হয়নি!” হাসতে হাসতে জানিয়েছেন, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবেন।

Advertisement

পাশাপাশি আরও একটি বিষয় খেয়াল করছেন তন্বী। “আগে আমায় দেখলেই দর্শক গালিগালাজ করতেন। রাগ, কেন আর্য-অপর্ণার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছি। সেই রাগ বা বিদ্বেষ যেন আগের তুলনায় অনেকটাই কম।” এখন তাঁর বিরুদ্ধে যদি ৩০ শতাংশ দর্শক বক্তব্য রাখেন, তা হলে ৭০ শতাংশ দর্শক তাঁর হয়ে কথা বলছেন! এই পরিবর্তনে কিছু হলেও অবাক অভিনেত্রী।

শোনা যাচ্ছে, রাগের চোটে নাকি ‘এএসআর’-কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ফন্দি আঁটছেন ‘মীরা’?

প্রশ্ন শুনে দরাজ হাসি তন্বীর। “না, এ রকম কিছুই হচ্ছে না”, বললেন তিনি। দর্শকের সমর্থনের দাপটে কাহিনি-চিত্রনাট্যকার মীরার সঙ্গে আর্যর বিয়ে দেবেন না তো? “আশা করছি, এ রকমও কিছু ঘটবে না”, ফের হাসতে হাসতে জবাব তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement