Bullet Sarojini

মাত্র আড়াই মাসে সব কিছু ছারখার! ‘বুলেট সরোজিনী’র ভবিষ্যৎ কি অস্তাচলে?

এপ্রিল মাসের শেষের দিকে নতুন ধারাবাহিকের ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রচারের পর থেকে টিআরপি তালিকায় খুব ভাল ফল করতে পারেনি ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৯:০৫
Share:

শেষ হচ্ছে 'বুলেট সরোজিনী'? ছবি: সংগৃহীত।

জুলাই এখনও শেষ হয়নি। মে মাসের শুরুতে রমরমিয়ে ঘোষণা করা হয়েছিল ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’র। হিসাব বলছে, মাত্র ৬০ দিন হল সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। এর মধ্যেই সব কিছু উল্টেপাল্টে গেল। এর আগেও এই ঘটনা ঘটেছে ইন্ডাস্ট্রির অন্দরে। খুব কম সময়ের মধ্যে‌ই বন্ধ হয়ে যাচ্ছে কাহিনিগুলি। কোনও ধারাবাহিকের মেয়াদ তিন মাস, তো কোনও ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে আট মাসে।

Advertisement

টলিপাড়ার অন্দরের খবর, মাত্র আড়াই মাসে বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। এই কাহিনির মাধ্যমেই মা হওয়ার পর অনেক দিন পরে ছোট পর্দায় দেখা যায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। কিন্তু তিনিও মাঝপথে সরে আসেন। তবে এখনও পর্যন্ত ধারাবাহিক বন্ধ হওয়ার বিষয়ে এখনও কিছু জানাননি চ্যানেল কর্তৃপক্ষ।

মাত্র আড়াই মাসেই গল্পে অনেক কিছু অদল বদল হয়েছিল। শ্রীময়ীর পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে ভাল চরিত্রে অভিনয় করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এর আগে শ্রীময়ী চরিত্রটিতে অভিনয় না করার সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছিলেন, চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো ক্ষমতা এখনও তাঁর তৈরি হয়নি। তবে মল্লিকার কাছে যদিও এ গুলো কোনও সমস্যা বলে মনে হয়নি। তাঁর মেয়ের বয়স ১৭। তবে মল্লিকা বলেছিলেন, “আমরা তো অভিনেত্রীর বড় সন্তানের মায়ের চরিত্র পেলেও করব। আবার যদি কেউ আমায় ২ মাসের শিশুর মায়ের চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ দেন, তাতেও আমি রাজি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement