কী বদল ঘটল সৃজিত মুখোপাধ্য়ায়ের আগামী ছবিতে? ছবি: সংগৃহীত।
উৎসবকে কেন্দ্র করে ছবিমুক্তির সময়ে টলিউডে সমস্যা এড়াতে নতুন নিয়মের কথা যৌথ ভাবে জানায় ইম্পা-ফেডারেশন। সেই নতুন নিয়মই কি কাল হল? অগস্টে সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিটির নাম। এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া যৌথভাবে দায়িত্ব নিয়েছিল ছবিটি প্রযোজনার। এখন অন্দরের খবর, তেমনটা হচ্ছে না। কিন্তু কেন?
‘স্ক্রিনিং কমিটি’র নতুন নিয়মই কি সব ওলটপালট করে দিল? মূল কারণ যে সেটাই, তার আভাস পাওয়া গেল পরিচালক এবং প্রযোজক রানা সরকারের কথায়। এই বিষয়ে যদিও এসভিএফ-এর তরফে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু পরিচালক সৃজিত বলেন, “মুক্তির তারিখ নিয়ে সমস্যা মূলত। ছবিটি কবে মুক্তি পাবে সেটার নিরিখেই শুটিংয়ের যাবতীয় সব ঠিক করেছিলাম আমরা। কিন্তু ‘স্ক্রিনিং কমিটি’র নিয়ম অনুযায়ী দুই প্রযোজনা সংস্থারই মুক্তির তারিখ নিয়ে সমস্যা দেখা দিয়েছে।”
২০২৬ সালের মে মাসে ছবিটি মুক্তির পাওয়ার ভাবনাচিন্তা করেছিল প্রযোজনা সংস্থা এবং পরিচালক। কিন্তু, নতুন নিয়ম অনুযায়ী একটি প্রযোজনা সংস্থা একই সময় তাদের দু’টি ছবি নিয়ে আসতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং মে মাসে এই ছবি মুক্তি পেলে অসুবিধায় পড়বে দুই প্রযোজনা সংস্থাই। কারণ, সম্ভবত মে মাসে এসভিএফ প্রযোজিত অন্য একটি ছবিও মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া প্রযোজক রানাও মে মাসের জন্য অন্য কোনও ছবির পরিকল্পনা করে রেখেছেন।
সৃজিত যোগ করেন, “সারা বছরের কাজ আগে থেকেই আমার পরিকল্পনা করা আছে। তাই এই ছবিটার শুটিং যে সময় করব ভেবেছি, তখনই করতে হবে আমাকে। হতে পারে আমি অন্য প্রযোজনা সংস্থার সঙ্গেই এই ছবির কাজ করব। কিন্তু কার সঙ্গে করব, তা এখনও ঠিক হয়নি।” জানুয়ারি থেকেই এই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এ প্রসঙ্গে একই উত্তর প্রযোজক রানারও। তিনি বলেন, “মে মাসের ওই তারিখে তা হলে আর কোনও ছবিই আমরা আনতে পারব না। কিন্তু পরের বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলে হয়তো আমি এই ছবি প্রযোজনার দায়িত্ব নিতে পারব। সে ক্ষেত্রে আমি এত তাড়াতাড়ি শুটিং শুরু করে কী করব? তবে এই কাজটি না হলে, আগামী দিনে সৃজিতের সঙ্গে অন্য কোনও কাজ হবে, এই আশা রয়েছে আমার।”
সূত্র বলছে, এই ছবিতে অভিনেতা টোটা রায়চৌধুরীকে দেখা যাবে শরৎচন্দ্রের চরিত্রে। সম্ভবত, সব্যসাচীর চরিত্রে দর্শক দেখবেন আবীর চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, দিব্যাণী মণ্ডল-সহ আরও অনেকে। পরিচালক জানিয়েছেন, প্রযোজনা সংস্থার পরিবর্তন ছাড়া এই ছবিতে আর কোনও বদল হচ্ছে না। বাকি সব একই থাকবে।