Malaika Arora

ফের বাবা হচ্ছেন আরবাজ়, এরই মধ্যে বাজছে বিয়ের সানাই! দ্বিতীয় বার সংসারী হতে চলেছেন মালাইকা?

মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন করে নিজের সংসার সাজিয়েছেন অভিনেতা-প্রযোজক আরবাজ খান। শোনা যাচ্ছে, এ বার দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে মালাইকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১২:৫০
Share:

মালাইকা কি সত্যি বিয়ে করছেন? ছবি: সংগৃহীত।

তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক দিন। কিন্তু এখনও মালাইকা অরোরা এবং আরবাজ খানের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। এখনও অতীত খুঁড়ে বার করতে সক্রিয় অনেকে। সাক্ষাৎকারে মালাইকাকে এখনও প্রশ্ন করা হয় কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এত বছরে দু’জনেই নিজেদের পথ বেছে নিয়েছেন। আরবাজ় দ্বিতীয় বার বিয়ে করেছেন। ফের বাবা হতে চলেছেন শীঘ্রই। তবে আরবাজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি মালাইকা। মাঝে কিছু দিন অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের প্রেম ভাঙার খবরও ছড়িয়েছিল অনেক দিন।

Advertisement

এর মাঝে শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বিয়ের ভাবনা চিন্তা শুরু করেছেন মালাইকা। আপাতত এই খবরে সরগরম বলিপাড়া। আবার বিয়ে করবেন কি না, সে কথা স্পষ্ট না করলেও প্রেম, সম্পর্কের উপর তাঁর অগাধ আস্থা রয়েছে সে কথা জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “কেউই চায় না নিজেদের কোনও সম্পর্ক শেষ করে দিতে। আমিও চাইনি বিয়ে ভাঙতে। কিন্তু সব সম্পর্কের ভবিষ্যৎ যে সুখের হবে তা নয়। কিন্তু সেই জন্য ভালবাসার উপর আমার আস্থা হারায়নি। অতীতে আরবাজ়ের সঙ্গে সম্পর্ককে ভুল তকমা দিতে রাজি নই আমি।”

তাঁর এই মন্তব্যের পরেই অনেকের প্রশ্ন, তবে কি দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকা? সেই উত্তর যদিও পাওয়া যায়নি। অর্জুনের সঙ্গে প্রেম ভাঙার পর জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। বাবার আচমকা মৃত্যুও নাড়িয়ে দিয়েছিল গোটা পরিবারকে। ছেলেও এখন অনেকটা বড়। ছেলে, বোন অমৃতা অরোরা এবং বন্ধুদের নিয়ে গোটা জগৎ মালাইকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement