Mithijhora Serial

সৃজিতের ছবির শুটিং, ছুটি চাই আরাত্রিকার! তাই ‘মিঠিঝোরা’য় দেখা যাবে নতুন মুখ?

দর্শককে টেলিভিশনের সামনে বসিয়ে রাখতে ধারাবাহিকে মাঝে মাঝেই মোচড়ের প্রয়োজন হয়। শোনা যাচ্ছে, এ বার নতুন মোড় আসতে চলেছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১০:৩১
Share:

'মিঠিঝোরা' ধারাবাহিকে নতুন মোড়! ছবি: সংগৃহীত।

রাই এবং অনির্বাণের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে আসবে নতুন গল্প। ছোট পর্দার রাই ওরফে আরাত্রিকা মাইতি শীঘ্রই শুরু করবেন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র শুটিং। ফলে সেই কয়েকটা দিন ধারাবাহিকের শুটিং থেকে ছুটি প্রয়োজন অভিনেত্রীর। সেই জন্যই নাকি নতুন ভাবে গল্পকে সাজানোর কথা ভাবছেন নির্মাতারা। যেখানে আরাত্রিকার দৃশ্য কম দেখানো হবে।

Advertisement

শোনা যাচ্ছে, তাই নতুন চরিত্রের আগমন হতে চলেছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। অনির্বাণের কোনও এক পুরনো বান্ধবীর গল্প নাকি দেখা যাবে ধারাবাহিকের এই নতুন মোড়ে। খোঁজ চলছে নতুন অভিনেত্রীর। বেশ কিছু জনের কাছে এর মধ্যে প্রস্তাবও গিয়েছে। এখনও অবশ্য জানা যায়নি এই চরিত্রে অভিনয় করতে আসবেন কে। সন্তানসম্ভবা রাইয়ের শারীরিক অবস্থা নিয়ে যে খুবই নাকানিচোবানি খেতে হয়েছে অনির্বাণকে, সেই দৃশ্য দেখা গিয়েছে।

অন্য দিকে বোন নীলুর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে রাইয়ের। বোনের সঙ্গে সম্পর্ক টালমাটাল। সেটাও নায়িকা মন থেকে মেনে নিতে পারছে না। কয়েক দিন আগে অনির্বাণ এবং রাইয়ের আবেগতাড়িত নাট্যমুহূর্ত দেখেছেন দর্শক। এরই মধ্যে নতুন কাহিনি বুনতে শুরু করেছেন পরিচালক। এই নতুন কাহিনিতে দেখা যাবে নতুন মুখ। শোনা যাচ্ছে, আরও এক নতুন নায়িকাকে নাকি দর্শক দেখবেন এই ধারাবাহিকে। যদিও এ রকম আগেও হয়েছে। নায়ক, নায়িকা বাস্তবে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। বা কিছু দিনের জন্য হয়তো ঘুরতে গিয়েছেন। কিংবা ব্যক্তিগত কারণে কয়েক দিনের ছুটি নিয়েছেন। তখন দর্শককে ধরে রাখার জন্য অনায়াসে গল্পের দিক বদলে দিয়েছেন পরিচালক। আরাত্রিকার ছবির শুটিংয়ের জন্য যদি ‘মিঠিঝোরা’র গল্প অন্য দিকে মোড় নেয়, সেটা কোনও ভাবে অবাক করবে না দর্শককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement