Tollywood Gossip

‘পাকাদেখা’ হয়ে গিয়েছে, ‘আংটিবদল’ও সেরেছেন সাহেব-সুস্মিতা! আলোচনা উঠতেই কী বললেন নায়িকা?

‘কথা’ শেষ হয়েছে এক মাস আগে। সেই ধারাবাহিকের জুটি সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে এখনও দর্শকমনে টাটকা। এর মধ্যেই শোনা যাচ্ছে, তাঁরা আংটিবদল পর্ব সেরে ফেলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৮:৫৭
Share:

সত্যিই কি সুস্মিতা-সাহেবের আংটিবদল হয়ে গেল? —ফাইল চিত্র।

অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-কে নিয়ে বহু দিন ধরে আলোচনা চলছে। ‘কথা’ ধারাবাহিকের সেট থেকে শুরু হয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, তাঁরা সম্পর্কে জড়িয়েছেন। প্রকাশ্যে বহু বার তাঁদের প্রশ্ন করা হলেও কোনও সঠিক উত্তর মেলেনি। তবে যে কোনও অনুষ্ঠানে হাতে হাত রেখে দেখা গিয়েছে তাঁদের। টলিপাড়ায় গুঞ্জন, ধারাবাহিক শেষ হতেই বাগ্‌দান সেরেছেন যুগলে। সত্যিটা কী?

Advertisement

এমন আলোচনা যে হচ্ছে, সেটা কানে যেতেই অট্টহাস্য সুস্মিতার। তিনি ভাবতেই পারছেন না, এই আলোচনাও হতে পারে বলে। ‘কথা’ ধারাবাহিক শেষ হয়েছে এক মাস হল। কাজ শেষ হলেও সাহেবের পাশে সর্বত্র দেখা যাচ্ছে সুস্মিতাকে, যা নিয়ে আলোচনা থামছেই না। ঘনিষ্ঠ সূত্র বলছে, এই ছুটিতেই তাঁদের ‘পাকাদেখা’ হয়ে গিয়েছে। এর মধ্যেই নাকি আংটিবদল পর্বও সেরে ফেলেছেন তাঁরা। প্রশ্ন শুনেই সুস্মিতার উত্তর, “সবাই কি পাগল হয়ে গিয়েছে! সবটাই ভুল খবর। দুর্গাপুজোর সময়ের একটা ভিডিয়ো পোস্ট করেছিলাম। তা দেখেই হয়তো সবাই ধরে নিয়েছেন এ সব কথা।”

সম্প্রতি, শোনা গিয়েছিল সুস্মিতা ফিরছেন নতুন ধারাবাহিকে। তখন আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সুস্মিতার সঙ্গে। টেলিপাড়ার অন্দরের গুঞ্জনই কি সত্যি? “আগের ধারাবাহিকের রেশ কাটার আগেই কী করে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করব! কেউ করে?”, হাসতে হাসতে পাল্টা প্রশ্ন তাঁর। তার পরে যোগ করেছেন, “এখন আমি ছুটি উপভোগ করছি। ঘুমোচ্ছি, প্রচুর সিনেমা দেখছি। এদিক-সেদিক বেড়াতে যাচ্ছি।” এখনই নতুন ধারাবাহিক শুরু করার কোনও পরিকল্পনা নেই অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement