শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
ইদানিং ক্রমাগত ‘গুগলি’ দিচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রতি বলে শ্রাবন্তীর ‘গুগলি’ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইন্ডাস্ট্রির সদস্যরা। কখনও শোনা যাচ্ছে, অন্য দুই সহকর্মী মিমি-নুসরতের মতো তিনিও রাজনীতিতে যোগ দিতে পারেন। কখনও বা চর্চায় থাকছে তাঁর ব্যক্তিগত সম্পর্ক। এ হেন পরিস্থিতিতে অভিনেত্রীর বাড়িতে এক নতুন সদস্যের আগমন ঘটল। এখানেও কিন্তু ‘গুগলি’ রয়েছে!
আসলে শ্রাবন্তী বাড়িতে একটি কুকুর ছানাকে নিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ছবিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘ওয়েলকাম হোম হুইস্কি’।
আগামিকাল মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর নতুন ছবি ‘গুগলি’। সে কারণেই ঘরে-বাইরে এখন তাঁর ‘গুগলি’ দেওয়ার সময়। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শ্রাবন্তী। ছবিতে তাঁর চরিত্রটি তোতলা। ট্রেলার দেখে ইতিমধ্যেই নায়িকার অভিনয় দেখার জন্য অপেক্ষা শুরু করেছেন অনুরাগীরা। ‘গুগলি’ শ্রাবন্তীর কেরিয়ারে কতটা পয়েন্ট যোগ করবে সেটাই এখন দেখার।
আরও পড়ুন, ‘মিঠুনদার জন্যই দেখব’, কোন ছবির কথা বললেন স্বস্তিকা?
A post shared by Srabanti Chatterjee (@srabanti.smile) on
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)