Srabanti Chatterjee

অভিজাত রেস্তরাঁয় খাওয়াদাওয়া, শ্রাবন্তীর হবু পুত্রবধূর বিলাসী জন্মদিন, দামিনীর সঙ্গে অভিমন্যুর ছবি ছড়িয়ে পড়ল

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে দর্শকের মনে যতটা কৌতূহল, তেমনই তাঁর ছেলেকে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৬:৫৬
Share:

(বাঁ দিকে) প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে নায়িকার পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আলোর রোশনাই, বাহারি খাওয়াদাওয়া—উপলক্ষ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হবু বৌমার জন্মদিন। নায়িকা-পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়ের প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। যদিও নিজের ব্যক্তিজীবন কোনও দিনই লুকোননি অভিমন্যু। শ্রাবন্তীকেও এই বিষয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট জবাব দিয়েছেন তিনি।

Advertisement

২৬ অক্টোবর ছিল অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিন। এই উপলক্ষে সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা। দামিনীর গোপনে জন্মদিন উদ্‌যাপনের ছবিই ছড়িয়ে পড়েছে সমাজামাধ্যমে। দামিনীর সঙ্গে একটি ছবি অভিমন্যু ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে দু’জনে ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন। ছবিটি দেখে অনেকের ধারণা হয়েছে সম্ভবত বিদেশের কোনও জায়গায় তাঁরা জন্মদিন পালন করতে গিয়েছেন।

অনেক অনুরাগী মন্তব্য করেছে, সম্ভবত দুবাইয়ে জন্মদিন কাটাতে গিয়েছেন তাঁরা। অভিজাত রেস্তরাঁয় কেক কাটার ছবি ভাগ করে নিয়েছেন অভিমন্যু। শুধু তাই নয়, শ্রাবন্তীও দামিনীর বিশেষ ছবি ভাগ করে নিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে। সেই ছবিতে শুধু হবু শাশুড়ি নয়, মাসিশাশুড়ির সঙ্গেও ফ্রেম ভাগ করে নিয়েছেন দামিনী।

Advertisement

শ্রাবন্তী কিছু দিন আগে আনন্দবাজার ডট কমের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলের বন্ধুরা তাঁরও বন্ধু। দামিনীর সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বের ছবি যেন তারই প্রমাণ। শোনা যাচ্ছে, আগামিদিনে অভিমন্যুকেও দেখা যেতে পারে টলিপাড়াতেই। তবে ক্যামেরার নেপথ্যে কাজ করতেই তিনি বেশি আগ্রহী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement