Kanchan-Sreemoyee

‘নিজের বউকে বলুন...’, রেগে আগুন শ্রীময়ী! কাঞ্চনের সঙ্গে ছবি ঘিরে ফের শোরগোল?

সম্ভবত তাইল্যান্ডের কোনও এক সৈকতে ঘুরতে গিয়েছিলেন দম্পতি। সেই ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা। কাঞ্চন তো শুধু অভিনেতা নন, তিনি তৃণমূল বিধায়কও। ফলে তাঁর কোনও ছবি দেখলে হাজার ধরনের প্রশ্ন তৈরি হয় আমজনতার মনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১১:৪৬
Share:

যুগলের ছবি নিয়ে ফের শোরগোল। ছবি: সংগৃহীত।

সোমবার রাতে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যে ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী। অভিনেত্রীর পরনে সৈকত ভ্রমণের উপযোগী পোশাক। সম্ভবত তাইল্যান্ডের কোনও এক সৈকতে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেই ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা। কাঞ্চন তো শুধু অভিনেতা নন, তিনি তৃণমূল বিধায়কও। ফলে তাঁর কোনও ছবি দেখলে হাজার ধরনের প্রশ্ন তৈরি হয় আমজনতার মনে। তেমনই যুগলের ছবি দেখে এক জন মন্তব্য করলেন, ‘বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?’

Advertisement

এই মন্তব্য পড়েই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন শ্রীময়ী। সচরাচর কারও মন্তব্যের জবাব দেন না তিনি। এমনকি তাঁর মন্তব্য বাক্সে সকলের জন্য উন্মুক্ত, তেমনও নয়। বিয়ের পর থেকে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। তাই এ বার আর চুপ থাকলেন না শ্রীময়ী।

অভিনেত্রী লিখলেন, “আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে ‘হট’ বলতে হবে না।”

Advertisement

যদিও খানিক পরেই এই মন্তব্য মুছে দিয়েছেন শ্রীময়ী। এই মুহূর্তে বাড়িতে একরত্তিকে সামলাতে ব্যস্ত অভিনেত্রী। কিছু দিন শুধু পরিবারকে সময় দিতে চান। তাই ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, আগামী দিনে কাঞ্চন এবং শ্রীময়ীকে কোনও এক রিয়্যালিটি শো-এ একসঙ্গে দেখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement