Subhashree Ganguly

শুভশ্রীর জুতোয় পা গলিয়েছে আগেই, এ বার কালীপুজোয় বড় দায়িত্ব নিল ছোট্ট ইয়ালিনি?

দাদা ইউভানের মতো ইয়ালিনিও নেটাগরিকদের পছন্দের পাত্রী হয়ে উঠেছে। আজ কালীপুজো। সে কী ভাবে কাটাচ্ছে আলোর উৎসব?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৫:১৬
Share:

(বাঁ দিকে) শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ডান দিকে) ইয়ালিনি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি চক্রবর্তী। বয়স সবে দেড় বছর। কিন্তু ইতিমধ্যেই সে কখনও গান গাইছে, কখনও আবার আধো আধো কথা বলছে। কখনও মায়ের উঁচু হিলের জুতো পরে দিব্যি সারাঘর হেঁটে বেরাচ্ছে। ইতিমধ্যেই দাদা ইউভানের মতো ইয়ালিনিও নেটাগরিকদের পছন্দের পাত্রী হয়ে উঠেছে। আজ কালীপুজো। সে কী ভাবে কাটাচ্ছে আলোর উৎসব?

Advertisement

ভূত চতুর্দশীর দিন মালদা গিয়েছেন শুভশ্রী। সেখানেই বেশ কিছু পুজোর উদ্বোধন রয়েছে তাঁর। অভিনেত্রী সবসময় জানিয়েছেন, তাঁর জীবনে কাজের কতটা প্রাধান্য। তাই পেশাদার শিল্পী হিসাবে পরিবারের থেকে দূরে এই মুহূর্তে নিজের দর্শকের মনোরঞ্জনে ব্যস্ত ছিলেন তিনি। এ দিকে দীপাবলির জন্য বিশেষ সাজগোজ করেছে ছোট্ট ইয়ালিনি। বড় দিদি অর্থাৎ রাজের ভাগ্নি সৃষ্টি পাণ্ডের সঙ্গে প্রদীপ জ্বালাচ্ছে সে। খুদের এই কীর্তি সমাজমাধ্যমে পোস্ট করেছেন সৃষ্টিই। একটু একটু করে বড়ে হচ্ছে রাজ-শুভশ্রীর মেয়ে। একেবারে লোকচক্ষুর আড়ালে নয় বরং সমাজমাধ্যমে সকলের সামনেই রাখছেন ছেলেমেয়েকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement