Entertainment News

মাকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন সুহানা

সদ্য মাদার্স ডে পেরিয়েছে গোটা বিশ্ব। মাকে নিয়ে বিভিন্ন পোস্টে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রম নন সুহানাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ২০:২১
Share:

মায়ের সঙ্গে সুহানা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

পাশাপাশি বসে রয়েছেন দু’জনে। একই ভাবে গালে হাত দিয়ে স্মিত হাসি নিয়ে তাকিয়ে রয়েছেন সোজা ক্যামেরায়। তাঁরা অর্থাত্ গৌরী খান এবং সুহানা। ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই মনে করেন, তাঁদের সম্পর্কটা মা-মেয়ের নয়। সম্পর্কটা বন্ধুত্বের। গৌরী এবং সুহানাও সেই যুক্তি মেনে নেন।

Advertisement

সদ্য মাদার্স ডে পেরিয়েছে গোটা বিশ্ব। মাকে নিয়ে বিভিন্ন পোস্টে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রম নন সুহানাও। মা আসলে তাঁর শিক্ষক। ছবি পোস্ট করে এই বার্তাই দিয়েছেন শাহরুখ কন্যা।

সুহানা লিখেছেন, ‘মা আমাদের মহান শিক্ষক। ভালবাসা, ভয় না পাওয়ার শিক্ষক। যদি ভালবাসা মানে একটা মিষ্টি ফুল হয়, আমার মা তা হলে সেই ফুলটা…।’

Advertisement

ছবিতে চিনুন সানিকে

মায়ের মতো ইন্টিরিয়ার ডিজাইনিং নয়। বরং বাবার মতো অভিনয় বা ক্যামেরার পিছনের কাজকেই পেশা হিসেবে বেছে নিতে চান সুহানা। আর এতেও সুহানাকে মা গৌরীই সবচেয়ে বেশি সাপোর্ট করেন বলে ঘরোয়া আড্ডায় জানিয়েছিলেন শাহরুখ-কন্যা।

আরও পড়ুন, স্কাই ডাইভিং করতে গিয়ে রাজ-শুভশ্রীর ঝাঁপ, দেখুন ভিডিয়ো

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement