Athiya Shetty

‘অনেক হয়েছে আর চাই না’, সদ্য মা হওয়ার পরই কোন সিদ্ধান্ত নিলেন সুনীল-কন্যা আথিয়া?

‘মোতিচুর চখনাচুর’ ছবির জন্য প্রশংসা পেয়েছেন বিভিন্ন মহলে। তার পর ছবিতে আর সে ভাবে দেখা যায়নি। এ বার মা হতেই মেয়ে আথিয়ার সিদ্ধান্তের কথা জানান সুনীল শেট্টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৪:৩৩
Share:

আথিয়ার কোন সিদ্ধান্তের কথা জানালেন সুনীল? ছবি: সংগৃহীত।

২০২৩ সালে ক্রিকেটতারকা কে এল রাহুলকে বিয়ে করেছেন। ২০২৫-এ মা হয়েছেন তিনি। যদিও বিয়ের বেশ কয়েক বছর আগে থেকেই বলিউডের সঙ্গে দূরত্ব তৈরি করেন আথিয়া শেট্টির। তাঁর কর্মজীবন বেশ ছোট। মোটে তিনটি ছবি করেছেন। ২০১৫ সালে সলমন খানের হাত ধরেই বড় পর্দায় আত্মপ্রকাশ আথিয়ার। কোনটিই সে ভাবে সফল বলা যায় না। যদিও আথিয়া ‘মোতিচুর চখনাচুর’ ছবির জন্য প্রশংসা পেয়েছেন বিভিন্ন মহলে। তার পর ছবিতে আর সে ভাবে দেখা যায়নি। এ বার মা হতেই মেয়ে আথিয়ার সিদ্ধান্তের কথা জানান সুনীল শেট্টি।

Advertisement

মাত্র তিনটি ছবিতে কাজ করেই রুপোলি পর্দা থেকে মুখ ফিরিয়ে নিলেন আথিয়া। তাঁর শেষ ছবি ২০১৯ সালে মু্ক্তি পায়। তার পর কেবলই মার্জার সরণীতেই হাঁটতে দেখা গিয়েছে। আলোকচিত্রী দেখলেই দূরে সরে যান। এমনকি তাঁর বাড়ির সামনে আলোকচিত্রীরা দাঁড়িয়ে আছেন দেখলেও মেজাজ হারান সুনীল-কন্যা।

সম্প্রতি সুনীল নিজেই জানিয়েছেন, তাঁর মেয়ে আর ছবি করতে চান না। বলিউডের সঙ্গে সম্পর্ক রাখতে চান না। সুনীলের কথায়, “আমার মেয়ে জীবনের শ্রেষ্ঠ চরিত্রটি পেয়েছে। ও জীবন নামক সিনেমায় শ্রেষ্ঠ চরিত্রটা করছে— মায়ের চরিত্র। আর ছবি করতে চায় না। অনেকে খেটেছিল এক সময়। তবে আর এ সব সহ্য হচ্ছে না। ‘মতিচুর চাকনাচুর’ ছবির পর একদিন এসে আমাকে বলল নিজের মনের কথা। আর বেরিয়ে চলে গেল।’’ সুনীল জানিয়েছেন মেয়ের এই সিদ্ধান্ত কোনও আক্ষেপ নেই তাঁর বরং মেয়ের জন্য গর্বিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement