Sunil Shetty

কোথায় গেল সাধের চুল! সিনেমার ‘বিজয় মাল্য’র পাশে আর এক ধনকুবের কি সুনীল?

বাস্তব ঘটনা অবলম্বনে ছবি তৈরি নতুন কথা নয়। তবে বিষয় হিসাবে দেশের একের পর এক আর্থিক দুর্নীতিকে পর্দায় তুলে ধরা রীতিমতো দুঃসাহসিক কাণ্ড। আসছে ‘ফাইল নম্বর ৩২৩’।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ২০:৫২
Share:

পরিচালক কার্তিক কে-র নতুন ছবি ‘ফাইল নম্বর ৩২৩’-এ সুনীলও থাকছেন এক ভূমিকায়। তার জন্যই শুরু প্রস্তুতি? ছবি:ইনস্টাগ্রাম

মঙ্গলবার স্যালনে গিয়ে কাঁধছোঁয়া সাধের চুল কাটিয়ে ফেললেন সুনীল শেট্টি। ঝুলফি চাঁছা। অ্যাকশন লুক। চোখে কালো রোদচশমা এঁটে এখনই যেন নতুন কোনও ফন্দি আঁটবেন অভিনেতা! তবে নিজে কিছুই ভাঙলেন না। কানাঘুষো শোনা যাচ্ছে, পরিচালক কার্তিক কে-র নতুন ছবি ‘ফাইল নম্বর ৩২৩’-এ সুনীলও থাকছেন এক ভূমিকায়। তার জন্যই শুরু প্রস্তুতি?

Advertisement

কিছু দিন আগেই হইচই পড়েছিল এই ছবির খবরে। কর ফাঁকি দিয়ে পালানো ধনকুবেররা এ বার উঠে আসতে চলেছেন বড় পর্দায়। মেহুল চোকসি, নীরব মোদী থেকে শুরু করে বিজয় মাল্য— সবাই আছেন ‘ফাইল নম্বর ৩২৩’ ছবিতে। না, তাঁদের ধরার স্বপ্ন এখনও অধরা। চরিত্রগুলি পর্দায় আনা হবে শুধু। তবে বড় চমক অন্যত্র। জানা গিয়েছে, বিজয় মাল্যর ভূমিকায় অভিনয় করবেন অনুরাগ কাশ্যপ। বাকিদের চরিত্রে কাদের দেখা যাবে, তা এখনও জানা যায়নি। যেন পরতে পরতে রহস্য উন্মোচন সূচনা পর্বেই।

শোনা যাচ্ছে, এই ছবিতেই এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ভূমিকায় অভিনয় করবেন সুনীল।নেটমাধ্যমে এক ভিডিয়ো পোস্ট করে প্রাথমিক ইঙ্গিত দিলেন অভিনেতা। যেখানে খ্যাতনামী সজ্জাশিল্পী আলিম হাকিমকে দেখা যায় সুনীলের চুল ঠিক করতে। চোখের পলকে ভোল পাল্টে গেল ভিডিয়োর শেষ দৃশ্যে। চুল কেটে ফিটফাট সুনীল একেবারে সতেজ যুবক! শুধু চরিত্রে ঢুকে পড়ার অপেক্ষায়।

Advertisement

বাস্তব ঘটনা অবলম্বনে ছবি তৈরি নতুন কথা নয়। তবে বিষয় হিসাবে দেশের একের পর এক আর্থিক দুর্নীতিকে পর্দায় তুলে ধরা রীতিমতো দুঃসাহসিক কাণ্ড। জানা গিয়েছে, ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে ‘ফাইল নম্বর ৩২৩’-র।এত দিন সহ-পরিচালক হিসাবে বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন কার্তিক। তবে একক ভাবে পরিচালনায় এই প্রথম। বিজয় মাল্য, নীরব মোদি এবং মেহুল চোকসির কেলেঙ্কারি নিয়ে তৈরি ‘ফাইল নম্বর ৩২৩’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। ২০২৩ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শোনা যাচ্ছে, মেহুল চোকসির চরিত্রের জন্য এখনও অভিনেতা খোঁজা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন