Sunita Ahuja

গোবিন্দর সঙ্গে প্রেম, স্কুলের পরীক্ষায় ফেল করতেই গরম কড়াই দিয়ে কী করেন সুনীতার মা?

বিয়ের পর বেশ কয়েকবছর আড়ালেই ছিলেন সুনীতা। জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে স্ত্রীকে অন্তরালে রাখেন গোবিন্দ। যদিও তাঁর সঙ্গে প্রেমে করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয় সুনীতাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৮:৩৮
Share:

কী ভাবে গোবিন্দকে ভালবাসার মাসুল দিতে হয়েছিল সুনীতা কে? ছবি: সংগৃহীত।

কিশোরী বয়সেই গোবিন্দর প্রেমে পড়েন সুনীতা আহুজা। ১৮-তে পা দিতে না দিতেই গোবিন্দকে বিয়ে করেন সুনীতা। যদিও বেশ কয়েকবছর আড়ালেই ছিলেন তারকা-পত্নী। জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে স্ত্রীকে অন্তরালে রাখেন অভিনেতা। যদিও গোবিন্দর সঙ্গে প্রেম করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয় সুনীতাকে। এক সাক্ষাৎকারে সুনীতা জানান, অষ্টম শ্রেণিতে পড়ার সময় অকৃতকার্য হন সুনীতা। পরবর্তী ক্লাসে উঠতে না পারায় মায়ের কাছে থেকে শাস্তি পান তিনি। মা বার বার পড়তে বলত। আমার ভালই লাগত না। বই খুলে বসলেই ঘুমে চোখ ঢলে পড়ত।’’

Advertisement

পড়াশোনা একেবারেই ভাল লাগত না সুনীতার। যদিও অঙ্ক ছিল পছন্দের বিষয়। অন্যগুলোতে তেমন আগ্রহ পেতেন না। তাই পরীক্ষায় ফেল করেন। যদিও বাড়িতে সত্যিটা না জানিয়ে বলেন, ‘‘আমি পরীক্ষায় পাশ করেছি।’’ শোনামাত্রই মেয়ের মিথ্যেটা ধরে ফেলেন মা। সুনীতার কথায়, ‘‘তত দিনে মাকে জানিয়ে দিয়েছিলাম যে গোবিন্দর সঙ্গে সম্পর্কে আছি। এ দিকে অষ্টম শ্রেণিতে ফেল করে বসে আছি। মাকে যদিও মিথ্যে বলি। মা এক সেকেন্ডেই ধরে ফেলেন। তার পর গরম কড়াই আমার গালে বসিয়ে দেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement