Sunjay Kapur Asset

৩০ হাজার কোটির সম্পত্তি দখল করেছেন স্ত্রী প্রিয়া! করিশ্মার সন্তানদের পরে এ বার আদালতে সঞ্জয়ের মা?

করিশ্মার দুই সন্তান, সামাইরা ও কিয়ান সম্প্রতি অভিযোগ করেছেন, সঞ্জয়ের সম্পত্তির দলিল জাল করেছেন প্রিয়া। প্রয়াত শিল্পপতির সমস্ত সম্পত্তি দখল করতেই তিনি নাকি এমন করেছেন। এ বার সেই একই অভিযোগ জানালেন সঞ্জয়ের মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে ক্রমশই জলঘোলা হচ্ছে। প্রয়াত শিল্পপতির ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি কে পাবে, তা নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে আবেদন জানিয়েছেন করিশ্মার সন্তানেরা। এ বার প্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ সঞ্জয়ের মা রানি কপূর।

Advertisement

করিশ্মার দুই সন্তান, সামাইরা ও কিয়ান সম্প্রতি অভিযোগ করেছেন, সঞ্জয়ের সম্পত্তির দলিল জাল করেছেন প্রিয়া। প্রয়াত শিল্পপতির সমস্ত সম্পত্তি দখল করতেই তিনি নাকি এমন করেছেন। এ বার সেই একই অভিযোগ জানালেন সঞ্জয়ের মা। তাঁর দাবি, তাঁর পুত্রের তৈরি করা দলিল জাল করে সব সম্পত্তি আত্মসাৎ করেছেন প্রিয়া। তাঁর জন্য কিছুই রাখেননি।

দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রানি কপূর। আইনজীবী বৈভব গগ্গরের মাধ্যমে রানির আবেদন, “আজ আমার কাছে কানাকড়িও নেই। ১০ হাজার কোটি টাকার সম্পত্তি আমার প্রাপ্য ছিল। আমার বয়স এখন ৮০। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল আর আমার মাথার উপর একটা ছাদ পর্যন্ত নেই।”

Advertisement

প্রিয়া নাকি সঞ্জয়ের সম্পত্তি বেচে দেওয়ার পরিকল্পনা করছেন বলেও দাবি করেছেন রানি কপূর। সঞ্জয়ের বোন মন্দিরা কপূর স্মিথও এই বিষয়ে মুখ খুলেছেন। সংবাদমাধ্যকে তিনি বলেছেন, “আমাদের যা প্রাপ্য নয়, তা আমরা চাইছি না। আমার বাবা এই সব তৈরি করেছিল। আমার মায়ের জন্য এই সম্পত্তি তৈরি করেছিল বাবা। সেই সম্পত্তি বেড়েছে আমার দাদার তত্ত্বাবধানে। ভারতীয় পরিবারে যেমন হয়ে থাকে। এই সম্পত্তি তো সবার মধ্যে সমান ভাবে ভাগ হওয়ার কথা ছিল। কিন্তু একজন সব সম্পত্তি দখল করেছে। আমার মায়ের মাথার উপরে ছাদটাও নেই।”

প্রিয়া সচদেবকে দিল্লি হাই কোর্টের তরফ থেকে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। তাঁকে সমনও করা হয়েছে। সম্পত্তি মামলার শুনানি আগামী ৯ অক্টোবর বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement