সম্পত্তির হারানোর ভয়ে কী করলেন প্রিয়া? ছবি: সংগৃহীত।
১২ জুন লন্ডনে পোলো খেলতে খেলতে মারা যান শিল্পপতি সঞ্জয় কপূর। মৌমাছি গিলে ফেলার ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁর। কিন্তু সঞ্জয়ের মা রানি কপূর দাবি করেন, তাঁর পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। পুত্রের আকস্মিক মৃত্যুর পর ‘পারিবারিক উত্তরাধিকার দখল’-এর লড়াই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। এ সবের মাঝেই শোনা গিয়েছিল, প্রাক্তন স্বামী সঞ্জয়ের ৩০,০০০ কোটির সম্পত্তির অংশীদারি দাবি করেছেন করিশ্মা কপূর। করিশ্মা ও সঞ্জয়ের দুই সন্তান সামাইরা ও কিয়ানা। তাঁদের জন্যই নাকি ভাগ চেয়েছেন করিশ্মা। এর মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রীর সতীন, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব।
৩০,০০০ কোটির সম্পত্তি। রানি, করিশ্মা এবং প্রিয়া— তিন নারীর মধ্যে কে হবেন উত্তরাধিকারী? সিদ্ধান্ত নিয়ে চাপা অশান্তি এখন দিল্লির কপূরদের বা়ড়িতে। যদিও এ সবের মাঝে স্বামীর সংস্থা সোনা কমস্টারের নন-এগ্জ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রিয়াকে। করিশ্মার সঙ্গে আইনত বিবাহবিচ্ছেদের বছরখানেকের মাথায় ২০১৭ সালে প্রিয়ার সঙ্গে বিয়ে হয় সঞ্জয়ের। এর আগে লন্ডনের এক হোটেল ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়ার। একটি কন্যাসন্তানও রয়েছে তাঁদের। প্রিয়াকে বিয়ে করার পরে তাঁর সন্তানকে দত্তক নেন সঞ্জয়। শুধু তা-ই নয়, পরে সঞ্জয়-প্রিয়ার এক পুত্রসন্তান হয়। যদিও সঞ্জয়ের বিয়ের পর থেকে নিজেকে প্রিয়া সচদেব বলেই পরিচয় দিতেন তাঁর স্ত্রী। জায়গাবিশেষে স্বামীর পদবি ব্যবহার করতেন প্রিয়া। কিন্তু উত্তরাধিকারী নিয়ে যখন চাপা অশান্তি চলছে, সেই সময় নিজের পদবি রাতারাতি বদলে প্রিয়া হলেন ‘প্রিয়া সঞ্জয় কপূর।’ যদিও প্রিয়ার এই পদক্ষেপ অনেকেই ভাল ভাবে নেননি। তবে কি সঞ্জয়ের বর্তমান স্ত্রী কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চান না?