Entertainment News

শাহরুখ খান বদলে দিলেন সানির জীবন! কীভাবে?

হেডলাইনটা ঠিকই পড়ছেন। শাহরুখ খান এক লহমায় বদলে দিয়েছেন সানি লিওনের জীবন। সে কথা আবার টুইটারে ফলাও করে শেয়ারও করেছেন নায়িকা। কিন্তু কী ভাবে জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ১৪:২৬
Share:

হেডলাইনটা ঠিকই পড়ছেন। শাহরুখ খান এক লহমায় বদলে দিয়েছেন সানি লিওনের জীবন। সে কথা আবার টুইটারে ফলাও করে শেয়ারও করেছেন নায়িকা। কিন্তু কী ভাবে জানেন?
বহুদিন ধরেই কিঙ্গ খানের সঙ্গে সানির স্ক্রিন শেয়ারের কথা শোনা যাচ্ছিল। সৌজন্যে শাহরুখের আসন্ন ছবি ‘রইস’। সেখানেই একটি আইটেম নম্বরে পারফর্ম করেছেন সানি। অবশেষে মুক্তি পেয়েছে সে ছবির ট্রেলরও। সানিও মন ভুলিয়েছেন দর্শকদের। মাত্র চারদিনেই ইউটিউবে ১ কোটি ৭০ লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন, সানি লিওন সম্পর্কে যে ১০টি কথা অনেকেই জানেন না

সানি লিখেছেন ‘কিছু মানুষ থাকেন যাঁরা বিনোদনের ক্ষেত্রে জীবনটা বদলে দিতে পারেন। ধন্যবাদ শাহরুখ খান আমাকে সুযোগ দেওয়ার জন্য।’ উত্তরে শাহরুখ টুইট করেছেন ‘তুমি খুব উদার। রইসে পারফরম্যান্স যোগ করার জন্য ধন্যবাদ। কিপ স্মাইলিং…।’ & !! ! !

Advertisement

সানি লিখেছেন ‘কিছু মানুষ থাকেন যাঁরা বিনোদনের ক্ষেত্রে জীবনটা বদলে দিতে পারেন। ধন্যবাদ শাহরুখ খান আমাকে সুযোগ দেওয়ার জন্য।’ উত্তরে শাহরুখ টুইট করেছেন ‘তুমি খুব উদার। রইসে পারফরম্যান্স যোগ করার জন্য ধন্যবাদ। কিপ স্মাইলিং…।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement