Comedian

কমেডিয়ান মুনাওয়ার ফারুকির জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

দেবদেবীদের নিয়ে উপহাস করার অভিযোগে জানুয়ারি মাসের শুরুর দিকে গ্রেফতার হন মুনাওয়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৭
Share:

কমেডিয়ান মুনাওয়ার ফারুকি।

জামিন পেলেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। শুক্রবার, এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাস করার অভিযোগে জানুয়ারি মাসের শুরুর দিকে গ্রেফতার হন মুনাওয়ার। মধ্যপ্রদেশ হাইকোর্টে তাঁর জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু গত ২৮ জানুয়ারি তা খারিজ হয়ে যায়। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করার পাশাপশি একটি নোটিসও দিয়েছে মধ্যপ্রদেশ সরকারকে। সেই সঙ্গে উত্তরপ্রদেশে মুনাওয়ারের বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানাটিও স্থগিত করে দিয়েছে।

Advertisement

মুনাওয়ারের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল আরও চার জন কমেডিয়ানকে। তাঁরা হলেন নলিন যাদব, এডভিন অ্যন্টনি, প্রখর ব্যাস এবং প্রীতম ব্যাস। সকলের বিরুদ্ধে অভিযোগ, একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তাঁরা।

মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক ও ইনদওরের প্রাক্তন মেয়র মালিনী গৌরের ছেলে একলব্য সিংহ গৌর এই অভিযোগ এনেছিলেন। তারই ভিত্তিতে এই শিল্পীদের গ্রেফতার করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন