Sushant Singh Rajput

‘সুশান্তকে খুন করতে এসেছিল দুই ব্যক্তি’, দু’জন মনস্তাত্ত্বিকের বিস্ফোরক দাবি! জানালেন দিদি শ্বেতা সিংহ

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, আমেরিকা ও মুম্বইয়ের দুই মনস্তাত্ত্বিকের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁরা দু’জনেই জানিয়েছেন, আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল সুশান্তকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:০১
Share:

সুশান্তকে নিয়ে বিস্ফোরক দাবি তাঁর দিদি শ্বেতার। ছবি: সংগৃহীত।

আত্মঘাতী হননি সুশান্ত সিংহ রাজপুত, দু’জন মিলে খুন করেছিলেন তাঁকে! দাবি করলেন প্রয়াত অভিনেত্রীর দিদি শ্বেতা সিংহ কীর্তি। সুশান্তের দিদির দাবি, তিনি দুই মনস্তাত্ত্বিকের সঙ্গে কথা বলে এমনই জানতে পেরেছেন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, আমেরিকা ও মুম্বইয়ের দুই মনস্তাত্ত্বিকের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁরা দু’জনেই জানিয়েছেন, আত্মহত্যা নয়। খুন করা হয়েছিল সুশান্তকে। অভিনেতার মৃত্যু নিয়ে ২০২০ সালে বিস্তর জলঘোলা হয়েছিল। আজও এই নিয়ে ধোঁয়াশা রয়েছে অনুরাগীদের মনে। যদিও সিবিআই তাদের রিপোর্টে জানিয়েছে, আত্মঘাতীই হয়েছিলেন সুশান্ত। কিন্তু শ্বেতার প্রশ্ন, “এটা আত্মহত্যা কী ভাবে হতে পারে? বিছানা ও ফ্যানের মাঝে তেমন দূরত্বই ছিল না যে একজন মানুষ সেখানে থেকে ঝুলে পড়তে পারবে। প্রথমে তো টুলের উপরে উঠতে হত আত্মহত্যা করার জন্য! কিন্তু ঘটনাস্থলে কোনও টুলই ছিল না।”

সুশান্তের গলায় ফাঁসের দাগ পাওয়া গিয়েছিল। কিন্তু অভিনেতার দিদির দাবি, যে ওড়নাটা পাওয়া গিয়েছিল, সেটার দাগ সুশান্তের গলায় ছিল না। ওর গলায় শিকলের মতো কিছু একটার দাগ ছিল।” মনে নানা প্রশ্ন নিয়ে দুই মনস্তাত্ত্বিকের সঙ্গে দেখা করেছিলেন শ্বেতা। আমেরিকার মনস্তাত্ত্বিক নিজেই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সুশান্তের মৃত্যুর পরে। তিনিই বলেছিলেন, “সুশান্তকে খুন করা হয়েছিল। দু’জন এসেছিল ওকে খুন করতে।” এই একই দাবি পরে মুম্বইয়ের এক মনস্তাত্ত্বিক করেছিলেন বলেও জানান সুশান্তের দিদি।

Advertisement

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। তদন্ত শুরুর আগেই ঘোষণা হয়ে গিয়েছিল সুশান্ত আত্মহত্যা করেছেন। তার পরে এই ঘটনা মোড় নেয় বিভিন্ন দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement