বিচ্ছেদের পর সিঁদুর পরলেন কেন সুস্মিতা? ছবি: সংগৃহীত।
ছোট পর্দার পরিচিত মুখ সুস্মিতা রায়। মাস খানেক আগে নিজের জন্মদিনে স্বামীর সঙ্গে যৌথ ভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। অভিনেত্রী হওয়ার পাশপাশি নেটপ্রভাবীও তিনি। দাদা-বৌদির বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছিলেন অভিনেতা সায়ক। সুস্মিতা নিজেও জানিয়েছেন, তিনি এখন কাজ নিয়ে ব্যস্ত।
কিন্তু রাখি পূর্ণিমায় সুস্মিতাকে দেখে হঠাৎ-ই খেপে গেলেন নেটাগরিকের একাংশ। অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ। চুলে হাত খোপা, পরনে লাল-সাদা শাড়ি। সাংবাদিক স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কী ভাবে সিঁদুর পরছেন তিনি! সেই নিয়ে কটাক্ষ, সমালোচনার অন্ত নেই। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
সুস্মিতার কথায়, ‘‘বন্ধুত্ব নেই, কথাবার্তা নেই। কিন্তু তাই বলে সব্যসাচী আমার শত্রু, তেমনটা নয়। আমি আমার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তাই লোকে কী বলছে কী মন্তব্য করে যাচ্ছে আমার সমাজমাধ্যমে, দেখার সময় নেই।’’ স্বামীর সঙ্গে বিচ্ছেদের হয়েছে। কিন্তু ফের কখনও বিয়ে করবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে সুস্মিতার। এর আগে তিনি বিভিন্ন সময় জানিয়েছেন, মা হতে চান। কিন্তু এর মাঝেই আচমকা সুস্মিতার সিঁথিতে সিঁদুর দেখে কেউ বলেছেন, ‘‘কেন সিঁদুর নিয়ে ছেলে খেলা করছেন, পরিণতি ভাল হবে না।’’ কারও কথায়, “যখন বিচ্ছেদ হয়ে গিয়েছে, ভালবাসার মানুষকে আর ভালবাসেন না, তা হলে সিঁদুর পরেছেন কেন?’’
নানা ধরনের মন্তব্য ছেয়ে গিয়েছে সুস্মিতার পোস্ট। যদিও অভিনেত্রীর একটাই উত্তর— লোকের কথায় কান দেওয়ার মতো সময় তাঁর নেই।