Entertainment News

নতুন ২৫ বাংলা ছবির আগাম ঘোষণা করল এসভিএফ

বছরের শুরুতেই একমুঠো ছবি। ২০১৮ থেকে আগামী দু’বছর বাংলা ইন্ডাস্ট্রি কী কী পেতে চলেছে, তার একটা বড় অংশের আগাম ঘোষণা হযে গেল। সম্প্রতি কলকাতার এক হোটেলে এই ঘোষণা করলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মেহেতা এবং মহেন্দ্র সোনি। দর্শকদের জন্য কী কী উপহার আসতে চলেছে প্রকাশ করলেন তার আগাম লিস্ট। মোট ২৫টি ছবির ঘোষণা করেছে এসভিএফ। যার মিলিত বাজেট আনুমানিক ১০০ কোটি টাকা। এর মধ্যে কোনও কোনও ছবির ফার্স্ট লুক আগেই প্রকাশিত হয়েছিল। কোনও ছবির ফার্স্ট লুক প্রকাশ পেল সদ্য। দেখে নেওয়া যাক তারই কিছু ঝলক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৪:৫৫
Share:
০১ ১১

বছরের শুরুতেই একমুঠো ছবি। ২০১৮ থেকে আগামী দু’বছর বাংলা ইন্ডাস্ট্রি কী কী পেতে চলেছে, তার একটা বড় অংশের আগাম ঘোষণা হযে গেল। সম্প্রতি কলকাতার এক হোটেলে এই ঘোষণা করলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মেহেতা এবং মহেন্দ্র সোনি। দর্শকদের জন্য কী কী উপহার আসতে চলেছে প্রকাশ করলেন তার আগাম লিস্ট। মোট ২৫টি ছবির ঘোষণা করেছে এসভিএফ। যার মিলিত বাজেট আনুমানিক ১০০ কোটি টাকা। এর মধ্যে কোনও কোনও ছবির ফার্স্ট লুক আগেই প্রকাশিত হয়েছিল। কোনও ছবির ফার্স্ট লুক প্রকাশ পেল সদ্য। দেখে নেওয়া যাক তারই কিছু ঝলক।

০২ ১১

‘চাঁদের পাহাড়’, ‘আমাজন অভিযান’-এর পর এ বার শঙ্করের তৃতীয় অভিযানের পালা। ছবির নাম সম্ভবত হতে চলেছে, ‘শঙ্করের তৃতীয় অভিযান’।

Advertisement
০৩ ১১

অঞ্জন দত্তের নতুন ছবি মুক্তি পাবে এ বছর। ছবির নাম ‘আমি আসব ফিরে’। ছবিতে মিউজিক দিয়েছেন তাঁর ছেলে নীল দত্ত।

০৪ ১১

তালিকায় রয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘বিবাহ অভিযান’।

০৫ ১১

লীলা মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘টংলিঙ্গ’ মুক্তি পাবে। এই ছবির পরিচালনা করছেন রাজ চক্রবর্তী।

০৬ ১১

নিখিলেশ-সন্দীপ-বিমলার গল্প সিনেমার পর্দায় নিয়ে আসছেন অপর্ণা সেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ‘ঘরে বাইরে’।

০৭ ১১

বিরসা দাশগুপ্তের আরও একটি ছবি রয়েছে তালিকায়। ছবির স্ক্রিপ্ট তৈরি করেছেন মৈনাক ভৌমিক। ‘ক্রিসক্রস’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে নুসরত, মিমি, স্বস্তিকা, সোহিনী ও প্রিয়ঙ্কা সরকারকে।

০৮ ১১

সৃজিত মুখোপাধ্যায়ের সত্য ঘটনা অবলম্বনে ছবি ‘এক যে ছিল রাজা’। মুক্তি পাওয়ার কথা এ বছর পুজোয়।

০৯ ১১

পুজোয় আসছে ব্যোমকেশও। ছবির নাম ‘ব্যোমকেশ গোত্র’। পরিচালনা করেছেন অরিন্দম শীল।

১০ ১১

সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ রয়েছে এই তালিকায়।

১১ ১১

প্রফেসর শঙ্কুকে নিয়ে আসছেন সন্দীপ রায়। ছবির নাম ‘প্রফেসর শঙ্কু ও এলডোরাডো’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement