Swara Bhasker

‘মা হওয়ার ছাপ থাকবে না, এমন চেহারার কোনও বাসনা নেই’, কেন এমন কথা বললেন স্বরা?

রাজনৈতিক মত প্রকাশ করে, আবার কখনও বা ভিন্‌ধর্মে বিয়ে করে সমালোচিত হয়েছেন স্বরা। এমনকি, সন্তানধারণের পরে চেহারায় পরিবর্তন আসার জন্যও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩
Share:

ফের চাঁছাছোলা স্বরা। ছবি: সংগৃহীত।

কথায় কথায় সমালোচিত হন অভিনেত্রী স্বরা ভাস্কর। তা সত্ত্বেও মতামত দেওয়া বন্ধ করেন না তিনি। রাজনৈতিক মত প্রকাশ করে, আবার কখনও বা ভিন্‌ধর্মে বিয়ে করে সমালোচিত হয়েছেন স্বরা। এমনকি, সন্তানধারণের পরে চেহারায় পরিবর্তন আসার জন্যও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে পাল্টা দিয়েছেন তিনিও।

Advertisement

২০২৩ সালে কন্য রাবিয়ার জন্ম দেন স্বরা। তার পরে ওজন বৃদ্ধি পায় অভিনেত্রীর। সেই ছবি নিয়ে সমাজমাধ্যমে তাঁকে নানা কুকথা শুনতে হয়েছে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে স্বরা বলেছেন, “অন্তঃসত্ত্বা হওয়ার পরে নানা ভাবে কটাক্ষের শিকার হয়েছি আমি। কিন্তু আমার এমন কোনও বাসনা নেই যে আমাকে দেখে মনে হয়, আমি মা হইনি।”

গত কয়েক বছর কোনও ছবিতে সেই ভাবে দেখা যায়নি স্বরাকে। তাই অভিনেত্রীকে কটাক্ষ করে নিন্দকেরা বলেছেন, “মা হওয়ার পরে স্বরা এত ওজন বাড়িয়ে ফেলেছেন বলেই আর কাজ পাচ্ছেন না।” অভিনেত্রীদের কি সব সময়ে ‘আওয়ার গ্লাস’-এর মতোই চেহারা হতে হবে? প্রশ্ন তুলেছিলেন স্বরা নিজেই। অভিনেত্রীর বক্তব্য, এই ধরনের ধারণা খুবই যন্ত্রণাদায়ক। সমাজের এই মনোভাবের প্রভাব পড়ে মহিলাদের শরীর এবং মনের উপরে। তাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত হন। ফলে মা হওয়ার পরে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে অসুবিধা হয়।

Advertisement

কটাক্ষের বিরুদ্ধে স্বরা এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাকে নিয়ে বহুবার বহু সমালোচনা হয়েছে। মাতৃত্বের পর আমার চেহারা নিয়েও হয়েছে। কিন্তু আমি শুধু আমার কথা আলাদা করে কী বলব! সমাজ তো ঐশ্বর্যা রাই বচ্চনকেও ছাড়েনি!”

স্বরার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শির কোর্মা’। তার ঠিক আগেই ‘বীর দি ওয়েডিং’ ছবিতে অভিনয় করে সমালোচিত হয়েছিলেন স্বরা। সেখানে স্বমেহনের দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement