Entertainment News

শুরু হতে চলেছে ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’

প্রথম দু’দিনের অনুষ্ঠান হবে মধুসূদন মঞ্চে। পরের দু’দিন নজরুল মঞ্চে আয়োজন। চার দিনের মেগা ফেস্টিভ্যালে গুণী শিল্পীদের সমন্বয় দেখতে তৈরি কলকাতাও।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ২০:০০
Share:

‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’-এর সাংবাদিক বৈঠকে গুণীজন সমাবেশ।

যাত্রা শুরু হয়েছিল সাত বছর আগে। পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার তাঁর গুরু ওস্তাদ আলি আকবর খানকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ২০১৩-এ। সেই অনুষ্ঠান সাত বছর ধরে শ্রোতাদের মন জয় করেছে। এ বারও গুরুকে শ্রদ্ধা জানাতে তেজেন্দ্রনারায়ণ আয়োজন করেছেন ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’। আগামী ৮, ৯ এবং ১৫,১৬ ডিসেম্বর হবে অনুষ্ঠান।

Advertisement

তেজেন্দ্রনারায়ণের কথায়, ‘‘২০১৩-এ আমার গুরুদেবের নামে ডেডিকেট করে এই অনুষ্ঠান শুরু করি। অনভিজ্ঞতা ও প্রতিকূলতার মধ্যে দিয়ে শুরু করেছিলাম। প্রথম বছরই বিপুল সাড়া পড়ল। পণ্ডিত শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত যশরাজ, পণ্ডিত বিরজু মহারাজ, গিরিজা দেবী, ওস্তাদ জাকির হুসেন থেকে শুরু করে বহু শিল্পী এসেছিলেন। তার পর থেকেই মানুষের প্রত্যাশা বাড়তে থাকে। প্রত্যেক বছর আমাদের প্রোগামের কিছু দিন আগেই টিকিট সোল্ড আউট হয়ে যায়। এ বার এই অনুষ্ঠানে সেভেন্থ টাইম জাকির হোসেন আসছেন।’’

প্রথম দু’দিনের অনুষ্ঠান হবে মধুসূদন মঞ্চে। পরের দু’দিন নজরুল মঞ্চে আয়োজন। চার দিনের মেগা ফেস্টিভ্যালে গুণী শিল্পীদের সমন্বয় দেখতে তৈরি কলকাতাও।

Advertisement

আরও পড়ুন, আসছে নতুন ধারাবাহিক ‘আমি সিরাজের বেগম’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement