swastika dutta

Swastika Dutta: ‘ফাটাফাটি’ খবর! ঋতাভরীর বিপরীতে আকর্ষণীয় মডেল হয়ে চ্যালেঞ্জ ছুড়ছেন স্বস্তিকা

অরিত্রের ‘ব্রহ্মা জানেন’ ছবিতে ঋতাভরী নিজেকে প্রমাণ করেছেন। এ বার পালা স্বস্তিকার। ঋতাভরী-আবীরের বিপরীতে নিজেকে দাঁড় করাতে কী করছেন তিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ১৭:৪৬
Share:

স্বস্তিকা দত্ত

‘ফাটাফাটি’ খবর! এসভিএফ প্রযোজনা সংস্থার ‘মেয়ে’ এ বার উইন্ডোজ প্রোডাকশনের ঘরে!

অনেক দিন ধরেই এ খবর কানাঘুষোয় শোনা যাচ্ছিল টলিপাড়ায়। সে খবরে সিলমোহর দিলেন স্বস্তিকা দত্ত। উইন্ডোজ প্রোডাকশনের আগামী ছবি ‘ফাটাফাটি’-তে তিনি ঝাঁ চকচকে মডেল। চিত্রনাট্য অনুযায়ী ভারী চেহারার মডেল ঋতাভরী চক্রবর্তীর বিপরীতে তাঁকে দাঁড় করাচ্ছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। টেলিপাড়া বলছে, এখনও নাকি ছবির জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাই চলছে। শ্যুট সম্ভবত শুরু হবে ২৫ এপ্রিল।

কী ভাবে সবটা সম্ভব হল? ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর ‘রাধিকা’কে প্রশ্ন করেছিল আনন্দবাজার অনলাইন। স্বস্তিকার কথায়, ‘‘আমার অনেক দিনের স্বপ্ন উইন্ডোজ প্রোডাকশনের ছবিতে কাজ করব। কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। শেষে নিজের ইচ্ছের কথা জানিয়ে চিত্রনাট্যকার জিনিয়া সেনকে সরাসরি মেসেজ পাঠাই। দেখাও করতে যাই প্রযোজনা সংস্থার দফতরে। সেখানে জিনিয়া, অরিত্রের সঙ্গে আড্ডা দিতে দিতে আমার কাজ নিয়ে কথা ওঠে। ধারাবাহিকের কাজ শেষ। বড় পর্দায় অভিনয়ের ইচ্ছে খুব। এ কথা জানতে পেরেই ওঁরা আমায় ‘ফাটাফাটি’তে অভিনয়ের কথা বলেন।’’

Advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সে দিন উড়তে উড়তে বাড়ি ফিরেছিলেন। ছবিতে অভিনয়ের জন্য, নিজের চরিত্র হয়ে ওঠার জন্য পরের দিন থেকেই সংযম আর সাধনার শুরু। স্বস্তিকাকে বলা হয়েছিল, শরীরের মাপজোক চোখ ঝলসানো বানাতে তাঁকে পরিমিত খাওয়া আর শরীরচর্চা শুরু করতে হবে। সেই অনুযায়ী গত ছ’মাস ধরে নিজেকে কড়া শাসনের মধ্যে বেঁধে ফেলেছেন তিনি। পাশাপাশি, অডিশনও দিয়েছেন। সবেতেই ১০০ শতাংশ নম্বর আদায় করে নিয়েছেন পরিচালক, চিত্রনাট্যকারের কাছ থেকে। কিন্তু স্বস্তিকার শত্রুরা যে বলছে, প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নাকি উইন্ডোজ প্রযোজনা সংস্থার ঘরে পা রেখেছেন তিনি? এবং ‘বাবা বেবি ও...’-র প্রিমিয়ারে স্বস্তিকা দত্তের নামঘোষণার পরেই এই গুঞ্জন নাকি আরও জোরালো হয়েছে!

সঙ্গে সঙ্গে গলায় হাল্কা উষ্ণতা। স্বস্তিকার দাবি, ১০ বছরের অভিনয় জীবনে তিনি যতটুকু সেটা নিজের চেষ্টাতেই। কেউ তাঁর হয়ে কাউকে কিচ্ছু বলেননি। অভিনেত্রীর দাবি, ‘‘প্রযোজনা সংস্থার জনপ্রিয় ছবি ‘বাবা বেবি ও’-তে শোভন গেয়েছেন। সেই গান দর্শকদেরও প্রচণ্ড পছন্দ। সাকসেস পার্টিতেও দেখা গিয়েছে আমাদের। নিন্দুকেরা হয়তো সেই জায়গা থেকেই এই গুঞ্জন ছড়িয়েছেন।’’

অরিত্রের ‘ব্রহ্মা জানেন’ ছবিতে ঋতাভরী ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। এ বার পালা স্বস্তিকার। ঋতাভরী-আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে নিজেকে দাঁড় করাতে অনুশীলনের পাশাপাশি এই ধরনের অন্যান্য ছবিও কি দেখছেন তিনি? অভিনেত্রীর মতে অনেকেই ভাবছেন, তিনি হয়তো ‘ফ্যাশন’ বা ‘হিরোইন’-এর মতো ছবি দেখছেন। তা একেবারেই নয়। বরং তাঁর বালিশের পাশে বিছানাতেও থাকছে চিত্রনাট্য। যা বারেবারে পড়ে, ওয়র্কশপের মাধ্যমে চরিত্রে প্রবেশ করছেন তিনি।

স্বস্তিকার স্বপ্নপূরণ হতে চলেছে। মা-বাবা, শোভন খুশি? এ বার হালছাড়া গলায় জবাব, ‘‘মা খুশি। কিন্তু বুঝতে দিচ্ছেন না। যাতে আমার মাথা ঘুরে না যায়। বাবা সবচেয়ে খুশি। কারণ, উইন্ডোজ প্রোডাকশন তাঁর অন্যতম প্রিয় সংস্থা। একই ভাবে খুশি শোভনও। বলেছে, ‘‘কাজ করবি। ফাঁকি দিবি না।’’

ঘরের মেয়ে পর হল। এসভিএফের গোঁসা হল না? সঙ্গে সঙ্গে অকাট্য যুক্তি অভিনেত্রীর, ‘‘আমার অভিনয় শুরু এসভিএফের ছবি দিয়ে। ওদের সিরিজেও সম্প্রতি অভিনয় করেছি। তার মানে এই নয়, আমি একটি সংস্থার হয়েই আজীবন কাজ করে যাব। সমস্ত সংস্থার হয়ে সবচেয়ে ভাল কাজগুলো করব। যাতে সারা জীবন অনুরাগীরা মনে রাখেন আমায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন