Swastika Mukherjee

পঙ্কজ, তাপসীর সঙ্গে সমালোচকদের বিচারে সেরা অভিনেতার মনোনয়নে স্বস্তিকা

ফিল্ম সমালোচকদের সংগঠন ‘দ্য ফিল্ম ক্রিটিক্‌স গিল্ড’ তাদের বাৎসরিক পুরষ্কার ‘ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড’-এর মনোনয়ন ঘোষণা করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২০:১৪
Share:

‘তাসের ঘর’-এ স্বস্তিকা মুখোপাধ্যায়।

সেরা ১০ ভারতীয় ছবির তালিকায় মনোনয়ন পেল স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘তাসের ঘর’। স্বস্তিকাকে মনোনীত করা হল দেশের সেরা অভিনেত্রীর পুরস্কারের দৌড়ে। জাতীয় স্তরের ফিল্ম সমালোচকদের সংগঠন ‘দ্য ফিল্ম ক্রিটিক্‌স গিল্ড’ তাদের বাৎসরিক পুরস্কার ‘ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড’-এর মনোনয়ন ঘোষণা করেছে বৃহস্পতিবার। তাতে সেরা ১০ ভারতীয় ছবির তালিকায় হিন্দি, তামিল, মালয়ালম ও মরাঠি ছবির পাশে জায়গা করে নিয়েছে একমাত্র বাংলা ছবি স্বস্তিকা অভিনীত ‘তাসের ঘর’।

Advertisement

পাশাপাশিই সেরা ভারতীয় অভিনেতা-অভিনেত্রীর মনোনয়নও প্রকাশ করেছেন গিল্ড কর্তৃপক্ষ। অভিনেতাদের মনোনয়নে নাম রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ীর। সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়ন পেয়েছেন স্বস্তিকা (তাসের ঘর), তাপসী পান্নু (থাপ্পড়), তিলোত্তমা সোম (সার)-সহ পাঁচ অভিনেত্রী। পঙ্কজ ত্রিপাঠি দু’টি মনোনয়ন পেয়েছেন সেরা সহ-অভিনেতা বিভাগে। ‘লুডো’ এবং ‘গুঞ্জন সাকসেনা’ ছবির জন্য।

সুদীপ রায় পরিচালিত ‘তাসের ঘর’ ছবিটি এক নিঃসঙ্গ গৃহবধূর কথা বলে। ছবিতে কোনও চরিত্রকেই দেখা যায়নি। শুধু দেখা গিয়েছে স্বস্তিকাকে। কিন্তু সামনে না এসেও স্বস্তিকার সংলাপেই জীবন্ত হয়ে উঠেছে ছবির একাধিক চরিত্র। সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়ন পেয়ে স্বস্তিকা টুইট করেছেন, ‘অ্যান্ড দিস হ্যাপেন্ড’। অর্থাৎ, এটা ঘটল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন