Taapsee Pannu

Taapsee Pannu: আমি এনজিও খুলতে আসিনি, বিনোদনের জন্য ছবি করি: তাপসী

নতুন ছবির প্রচারে কলকাতায় ঝটিকা সফরে তাপসী পান্নু। এই ছবি কী বার্তা দেবে দর্শককে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১১:০২
Share:

স্পষ্ট জবাব তাপসীর

‘এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট’— বিদ্যা বালনের এই সংলাপের কথা মনে আছে নিশ্চয়ই। যদিও এখনকার ট্রেন্ড বলছে অন্য কথা। সিনেমার মাধ্যমে দর্শককে সামাজিক বার্তা দেওয়ার হিরিক প্রযোজক-পরিচালক মহলে। প্রত্যেকটি ছবি তৈরির নেপথ্যে এই উদ্দেশ্য থাকা কি খুব জরুরি? প্রশ্ন তুললেন অভিনেত্রী তাপসী পান্নু।

Advertisement

১৯ অগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘দোবারা’। আদ্যোপান্ত থ্রিলারে মোড়া এই ছবিও কি দেবে সামাজিক কোনও বার্তা?

কলকাতায় ছবির প্রচারে এসে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। কী বললেন নায়িকা? তাপসীর গলায় প্রতিবাদের সুর। তিনি বলেন, ‘‘আমি তো এনজিও (স্বেচ্ছাসেবী সংস্থা) খুলিনি। আমরা তো ছবি বানিয়েছি, মানুষকে বিনোদন দেওয়ার জন্য।’’

Advertisement

সঙ্গে আরও সংযোজন নায়িকার, ‘‘প্রতিটা ছবিতেই সমাজের উদ্দেশ্যে কোনও না কোনও বার্তা দিতেই হবে, তা জরুরি নয়। তবে হ্যাঁ এই ছবি দেখতে হলে মাথা খাটাতে হবে। শুধুই বিনোদন আছে এমনটা নয়।’’

দর্শকের সামনে সব সময় নতুন ভাবে ধরা দেওয়ার চেষ্টা করেছেন নায়িকা। এর পর শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন