Entertainment News

করিনার সঙ্গে স্কুলে গিয়ে হোঁচট খেল তৈমুর!

ভিডিয়োতে দেখা যাচ্ছে, তৈমুরের সঙ্গে রয়েছে তার ন্যানি। করিনাও রয়েছেন ছেলের পাশে। ক্লাসরুমের ভিতর ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় তৈমুর। সঙ্গে সঙ্গেই তাকে ধরে নেন করিনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ১৮:১১
Share:

ছোটে নবাব। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ইদানীং সোশ্যাল মিডিয়ার বেবি ক্রাশদের তালিকায় প্রথম সারিতে থাকে তৈমুর আলি খান। সইফ-করিনার ছেলে সব সময়েই পাপারাত্‌জিদের লেন্সবন্দি। এ বার তৈমুরের স্কুল যাওয়ার ভিডিয়ো ভাইরাল হল।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, তৈমুরের সঙ্গে রয়েছে তার ন্যানি। করিনাও রয়েছেন ছেলের পাশে। ক্লাসরুমের ভিতর ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় তৈমুর। সঙ্গে সঙ্গেই তাকে ধরে নেন করিনা।

দিন কয়েক আগে তৈমুরের ‘সামার কাট’ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল ওয়েব মিডিয়ায়। এ বার চর্চায় এই স্টার কিডের স্কুল-যাত্রা।

Advertisement

আরও পড়ুন, আব্রামকে জন্মদিনে কী ভাবে উইশ করলেন গৌরী?

করিনা-সইফ দু’জনেই আগে জানিয়েছিলেন, তাঁরা ছেলেকে স্বাভাবিক ভাবে বড় করে তুলতে চান। করিনার কথায়, ‘‘তৈমুরের মাত্র ১৭ মাস বয়স। সারাক্ষণ পাপারাত্‌জিরা ওর ছবি তুলুক সেটা আমি চাই না। ওর প্রত্যেকটা মুহূর্ত ডকুমেন্টেড হোক, সেটা চাইব না। তবে ও কোথাও গেলে যে স্পেশ্যাল অ্যাটেনশন পাবে, সেটাও ওকে ছোট থেকেই বুঝতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement