পাঁচ বছর বয়স হল খান পরিবারের খুদে সদস্যের। আব্রাম খান আজ বার্থ ডে বয়।
বলিউডের স্টার কিডদের মধ্যে তৈমুরের মতো প্রথম সারিতে থাকে শাহরুখ খানের ছোট ছেলেও। ওয়েব অডিয়েন্সের একটা বড় অংশের মতে, আরিয়ান বা সুহানার থেকে আব্রাম অনেক বেশি জনপ্রিয়। সকাল থেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ইন্ডাস্ট্রির অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় আব্রামের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে গৌরী খান লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মাই গর্জিয়াস।’ এক সপ্তাহ আগে সুহানাকেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন গৌরী।