Advertisement
E-Paper

শুরু ভোটারদের শুনানি পর্ব। রাজ্যের আবহাওয়া। কেমন থাকবে বাংলাদেশের পরিস্থিতি। অ্যাশেজ়। আর কী নজরে

আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভোটার-শুনানি! প্রথম দফায় ডাক পেয়েছেন ‘ম্যাপিং’-এ বাদ পড়া ভোটারেরা। অর্থাৎ, ২০০২ সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনও ‘ম্যাপিং’ করা যায়নি, সেই ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জনকে শুনানির প্রথম পর্যায়ে ডাকা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভোটার-শুনানি! প্রথম দফায় ডাক পেয়েছেন ‘ম্যাপিং’-এ বাদ পড়া ভোটারেরা। অর্থাৎ, ২০০২ সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনও ‘ম্যাপিং’ করা যায়নি, সেই ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জনকে শুনানির প্রথম পর্যায়ে ডাকা হয়েছে। ইতিমধ্যে শুনানির নোটিসও হাতে পেয়ে গিয়েছেন তাঁরা। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শুনানি হবে। প্রতিটি কেন্দ্রে দুই বা তার বেশি শুনানিকেন্দ্র থাকবে। থাকবে ১১টি করে শুনানির টেবিল। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এক জন ইআরও, ১০ জন এইআরও এবং ১১ জন মাইক্রো অবজ়ার্ভার থাকবেন। বুথ স্তরের আধিকারিক (বিএলও) এবং অনুমতি সাপেক্ষে বিএলও সুপারভাইজ়ারও শুনানিতে থাকতে পারবেন। এ ছাড়া বাইরের কেউ শুনানিতে থাকতে পারবেন না। প্রক্রিয়া চলাকালীন সব ভোটারের ছবি তোলা হবে। সেই ছবি পাঠানো হবে কমিশনকে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন ১৩টি নথির কথা আগেই উল্লেখ করেছে। তার মধ্যে যে কোনও একটি নথি দিতে হবে। তবে প্রয়োজনে একাধিক নথিও দেখাতে হতে পারে ‘নো-ম্যাপিং’ বা ‘সন্দেহজনক’ তালিকায় থাকা ভোটারকে।

চলতি মরসুমে জাঁকিয়ে শীত যে ঝোড়ো ব্যাটিং করতে চলেছে, বড়দিনেই তার আঁচ পাওয়া গিয়েছিল। কলকাতার তাপমাত্রা নিম্নগামী। রাজ্যের নানা প্রান্তে উত্তুরে হাওয়ার দাপট হাড় কাঁপাতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে রাতের পারদ এক থেকে দুই ডিগ্রি নামতে পারে। রাজ্যের সর্বত্রই কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সঙ্গে তীব্র ঠান্ডার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, নজর থাকবে সে দিকে।

অ্যাশেজ়ের প্রথম তিনটি টেস্টের মতো চতুর্থ টেস্টেও দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে তারা এগিয়ে ৪৬ রানে। প্রথম দিন পড়েছে ২০টি উইকেট। মেলবোর্নের দ্বিতীয় দিনেই কি ৪-০ জয় নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া? দ্বিতীয় দিনের খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

যুবনেতা ওসমান হাদি খুনের ঘটনার পর থেকেই উত্তাল বাংলাদেশে। দিকে দিকে ছড়াচ্ছে অশান্তির ঘটনায়। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা করেছে বাংলাদেশে ইনকিলাব মঞ্চ। হাদির খুনে অশান্তির মধ্যেই বাংলাদেশে পর পর গণপিটুনিতে খুন হন দীপু দাস এবং অমৃত মণ্ডল ওরফে সম্রাট! সেই দুই খুনের আঁচ সীমান্ত পেরিয়ে এসে পড়েছে ভারতেও। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা তুলে কড়া বিবৃতি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে গণপিটুনিতে দুই যুবক খুনের ঘটনায় উদ্বেগপ্রকাশও করেছে ভারত। আজ বাংলাদেশের পরিস্থিতির উপর নজর থাকবে।

News of the Day Special Intensive Revision bengal weather update The Ashes 2025-26 Bangladesh Situation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy