ভারতের আর্থিক পরিষেবায় বৃহত্তম বিদেশি লগ্নি এল জাপান থেকে। সে দেশের এমইউএফজি ব্যাঙ্ক ভারতের ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) শ্রীরাম ফিনান্সে ৩৯,৬১৮ কোটি টাকা ঢেলেছে। ওই পুঁজির সাহায্যে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন প্রায় ১৫০টি শাখা খোলা হবে। জোর দেওয়া হবে গ্রামে। শ্রীরাম ফিনান্সের দাবি, ৩০০০ থেকে ৫০০০ কর্মসংস্থান হবে সেখানে।
জাপানের বৃহত্তম আর্থিক সংস্থা মিৎসুবিশি ইউএফজে ফিনান্সিয়াল গ্রুপের শাখা সংস্থা এমইউএফজি ব্যাঙ্কের গ্লোবাল কমার্শিয়াল বিজ়নেস শাখার কর্তা ইয়াসুশি ইতাগাকি জানান, ভারতে এর আগে একাধিক সংস্থায় ১৭০ কোটি ডলার (প্রায় ১৫,০০০ কোটি টাকা) লগ্নি করেছেন তাঁরা। তবে শ্রীরাম ফিনান্সের লগ্নিই এ দেশে তাঁদের বৃহত্তম। ভারতীয় সংস্থাটির চেয়ারম্যান ও সিইও পরাগ শর্মা বলেন, ‘‘আমাদের সংস্থায় বিদেশি লগ্নি ভারতের আর্থিক অবস্থার প্রতি জাপান-সহ বিভিন্ন দেশের লগ্নিকারীদের আস্থার প্রতীক।’’ সংস্থার এগ্জ়িকিউটিভ ভাইস চেয়ারম্যান উমেশ রেভাঙ্কার জানান, ২০% অংশীদারি হাতে নিয়েছে এমইউএফজি ব্যাঙ্ক। তবে নিয়ন্ত্রণ থাকবে ভারতীয় সংস্থার হাতেই। পরিচালন পর্ষদে জাপানের সংস্থার দু’জন ডিরেক্টরকে নেওয়া হবে।
অন্য দিকে, জিএসটির হার কমার পর তিন মাস পার হয়েছে। পরাগের দাবি, এই সময়ে বিশেষ করে এনবিএফসিগুলিতে গাড়ি, ছোট সংস্থা এবং ব্যাক্তিগত ঋণের চাহিদা প্রায় ২০%-২৫% বেড়েছে। আগের তিন মাসে এই হার ছিল ১৫%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)