ট্রেন্ডের অবিসংবাদিত চ্যাম্পিয়ন হল ক্রিকেট। ভারতীয়দের অনুসন্ধানের তালিকায় শীর্ষস্থান পেয়েছে আইপিএল ২০২৫। গুগ্লের ‘ইয়ার ইন সার্চ’ অনুযায়ী, ২০২৫ সালে সবচেয়ে বেশি সার্চ করা শব্দ হল ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’। ক্রিকেটের অন্য টুর্নামেন্টের মধ্যে টি২০ বিশ্বকাপ নিয়েও ভারতীয়দের আগ্রহ ছিল তুঙ্গে। সারা বছরই ক্রিকেট নিয়ে ভারতীয়দের উন্মাদনা নতুন কিছু নয়। এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও শীর্ষ ৫-এর মধ্যে ট্রেন্ড করেছে বলে গুগ্ল জানিয়েছে।
আগামী দিনে নিত্যসঙ্গী হয়ে উঠতে চলেছে কৃত্রিম মেধা। গুগ্লের শীর্ষ সার্চের তালিকার ২ নম্বরে ঠাঁই পেয়েছে জেমিনাই। গুগ্লের নিজস্ব এআই অ্যাপ নিয়ে কৌতূহল মেটাতে বহু মানুষই সার্চ করেছেন এই শব্দটি। এ ছাড়া ভারতে ডিপসিক, পারপ্লেক্সিটি চ্যাট জিপিটি নিয়েও আগ্রহ ছিল যথেষ্ট। জেমিনাই ট্রেন্ড, গিবলি ট্রেন্ড, থ্রিডি মডেল ট্রেন্ডের পাশাপাশি আরও একটি ট্রেন্ড ভারতে আলোড়ন তুলেছিল। সেটি হল জেমিনাই শাড়ি ট্রেন্ড। নেটমাধ্যম জুড়ে শাড়ি পরে ছবি পোস্ট করা হিড়িক পড়ে যায়। জেমিনাই শাড়ি ট্রেন্ডের জ্বরে কাঁপছিল ভারতীয় সমাজমাধ্যমগুলি।
‘সিজ়ফায়ার’ বা যুদ্ধবিরতি শব্দটি গুগ্লে বহু বার সন্ধান করা হয়েছিল। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই শব্দটির খোঁজও পাল্লা দিয়ে বেড়ে যায়। বিশেষ করে ভারতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর। ভারত-পাকিস্তান সংঘর্ষ কবে শেষ হবে, তা নিয়েও অনুসন্ধিৎসু ভারতীয় জনগণ। এর সঙ্গে ‘মক ড্রিল’ এবং ‘স্ট্যাম্পেড’-এর মতো শব্দও খোঁজা হয়েছে সার্চ ইঞ্জিনে।
মোস্ট সার্চড নিউজ়ের তালিকায় রয়েছে ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় মে মাসে পাকিস্তানে প্রত্যাঘাত হানে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানের পর এই অভিযানের সমস্ত খুঁটিনাটি নিয়ে আন্তর্জাতিক স্তরেও আলোচনা তৈরি হয়। লক্ষ লক্ষ ভারতীয় সামরিক পদক্ষেপগুলি অনুসন্ধান করায় সার্চের সংখ্যা হু হু করে বেড়ে যায় সেই সময়। ভারতীয় নাগরিকেরা অভিযানের ‘লাইভ আপডেট’ এবং সরকারি বিবৃতি খুঁজতে লক্ষ লক্ষ বার এই শব্দটি সার্চ করেছিলেন।
বিনোদন ও সিনেমা সংক্রান্ত ব্যক্তিত্বদের শীর্ষ ট্রেন্ডিংয়ের তালিকায় রয়েছে, অন্যতম চর্চিত ছবি ‘সইয়ারা’র নায়ক-নায়িকা। অহান পাণ্ডে ও অনীত পড্ডা। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে রুপোলি পর্দায় ইতিহাস গড়েছে এই নতুন জুটি। তেমনই ২০২৫ সালের শীর্ষ ট্রেন্ডিং সিনেমার অনুসন্ধানের তালিকায় স্থান করে নিয়েছে ‘সইয়ারা’। এই বছরের অনুসন্ধানের মধ্যে এই সিনেমাটির টাইটেল ট্র্যাকও শীর্ষ বাছাইয়ে এক নম্বর।
‘কান্তারা ২’, ‘পঞ্চায়েত’ এবং ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর মতো সিনেমা নিয়ে ভারতীয় দর্শকের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। তবে শেষ পর্যন্ত কোরিয়ান ড্রামা হারিয়ে দিয়েছে ভারতীয় চলচ্চিত্রকে। ‘স্কুইড গেম ২’-এর জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে সমস্ত অনুসন্ধানকে। সেখানে কান্তারাকে দ্বিতীয় স্থান লাভ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। কান্তারার পাশাপাশি বেশ কয়েকটি দক্ষিণী ভাষার সিনেমা ট্রেন্ডে জায়গা করে নিয়েছে।
মোস্ট সার্চড পার্সোনালিটিজ়ের তালিকায় পুরুষদের মধ্যে সবচেয়ে যে নামটি নিয়ে আগ্রহ দেখা গিয়েছে সেটি হল বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক করে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে রেকর্ড গড়েন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস এবং আইপিএল চুক্তির পর তিনি সার্চ ট্রেন্ডে ছাড়িয়ে যান বিরাট কোহলিকেও।
মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের বিলম্বিত মহাকাশ অভিযানের পর তাঁকে নিয়ে ভারতীয়দের মধ্যে কৌতূহল ক্রমশ বেড়েছে। সুনীতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও পৃথিবীতে ফেরত আসার সম্ভাবনা কতটা তা নিয়ে বহু ভারতীয় গুগ্লের দ্বারস্থ হয়েছিলেন। ফলে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শীর্ষ ট্রেন্ডিং মহিলা ব্যক্তিত্ব হিসাবে স্থান পেয়েছেন।
একটা পুতুল, তার দাম নাকি দেড় কোটি টাকা। পুতুল বললে যে চেনা ছবিটা মনের মধ্যে ভেসে ওঠে তার সঙ্গে কোথাও মিল নেই এর। রূপকথার গল্পের খোক্কসমার্কা চেহারা। লাবুবু ডল। ভীষণদর্শন এক পুতুল ঘিরে উন্মাদনা দেখা গিয়েছিল গোটা পৃথিবী জুড়ে। ভারতও বাদ পড়েনি তার থেকে। ভাইরাল এই পুতুলও সার্চের ট্রেন্ডে জায়গা দখল করে নিয়েছে।
গিবলির পর ইন্টারনেটের আরও একটি ট্রেন্ড হইচই ফেলে দিয়েছিল ২০২৫ সালে। গুগ্ল জেমিনাইয়ের ন্যানো ব্যানানা ট্রেন্ড। নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন লক্ষ লক্ষ ভারতীয়। জেমিনাইয়ের ফ্ল্যাশ ইমেজ ব্যবহার করে ছবি থেকে ছোট থ্রিডি ফিগার তৈরি করতে দেয় এআই। তাতেই মজেছিল গোটা পৃথিবী। ছবি তৈরি করতে এটির ব্যবহার পদ্ধতি জানার জন্য শব্দটি বহুল ভাবে সার্চ করা হয়েছিল।
একটি জলভর্তি কাচের গ্লাস, এক চামচ গুঁড়ো হলুদ। ফোনের ফ্ল্যাশলাইটের উপর জলভর্তি গ্লাসটি রেখে হলুদের গুঁড়ো মিশিয়ে সেটির ভিডিয়ো করা। ভারতের এমন কোনও পরিবার বোধহয় বাদ যায়নি যারা এই ট্রেন্ডে গা ভাসায়নি। পোশাকি ভাষায় হলদি ট্রেন্ড বা ‘টারমারিক গ্লো’। গুগ্লের সার্চের তালিকায় ঢুকে পড়েছে এই ভাইরাল ট্রেন্ডটিও।
এই তালিকার সর্বশেষে সংযোজনটি হল ৬৭ মিম। জেন জ়ির সার্চ করা সবচেয়ে পছন্দের একটি মিম। হঠাৎ করেই এই সংখ্যা ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কোনও কারণ ছাড়াই। এই মিমটির সার্বিক অর্থ নেই। ইন্টারনেট প্রায়শই এমন বিষয়বস্তু ব্যবহার করে যা মজাদার অথচ ব্যঙ্গাত্মক। এই ৬৭ মিমটি ঠিক সেই ট্রেন্ডের সঙ্গেই খাপ খায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy