Entertainment News

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন ‘দিলবর’ গার্ল নোরা

তিনি যখন ‘হোঁশ না খবর হ্যায়’ গাইছিলেন, তখনই ভক্তরা তাঁর খোঁজখবর নিতে শুরু করে দিয়েছিল। নোরা ফতেহি, যাঁকে আগেও বেশ কয়েক বার দেখেছে বলিউড। কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন ওই ‘দিলবর’ গানের রিমেক থেকেই। আজকাল ইনস্টাগ্রাম থেকে টুইটার, সোশ্যাল প্ল্যাটফর্মের সর্বত্রই চরচর করে বাড়ছে নোরার ফলোয়ার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১০:১৪
Share:
০১ ১০

তিনি যখন ‘হোঁশ না খবর হ্যায়’ গাইছিলেন, তখনই ভক্তরা তাঁর খোঁজখবর নিতে শুরু করে দিয়েছিল। নোরা ফতেহি, যাঁকে আগেও বেশ কয়েক বার দেখেছে বলিউড। কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন ওই ‘দিলবর’ গানের রিমেক থেকেই। আজকাল ইনস্টাগ্রাম থেকে টুইটার, সোশ্যাল প্ল্যাটফর্মের সর্বত্রই চরচর করে বাড়ছে নোরার ফলোয়ার।

০২ ১০

১৯৯২ সালে কানাডায় জন্ম নোরা ফতেহির। কিন্তু কানাডায় জন্ম হলে কী হবে, নিজেকে মনে প্রাণে ভারতীয় বলেন নোরা। যেমন হিন্দি বলেন, তেমনই আবার অনায়াসেই অ্যারবিক, ফরাসিও বলতে পারেন এই অভিনেত্রী।

Advertisement
০৩ ১০

মূলত তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই তাঁর উত্থান। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু তেলুগু ছবিতে আইটেম নম্বরও করেছেন অভিনেত্রী। বলিউডে নোরার প্রথম ছবি ‘রোর: টাইগারস অব দ্য সুন্দরবনস’।

০৪ ১০

‘বাহুবলী দ্য বিগিনিং’ এর ‘মনোহরি’ গানে নোরা ফতেহির নাচ অনেকেরই মনে আছে। ইমরান হাসমি এবং গুরমিত চৌধরি অভিনীত এবং বিক্রম ভট্ট পরিচালিত ‘মিস্টার এক্স’ ছবিতেও অভিনয় করেছিলেন নোরা।

০৫ ১০

শুধু অভিনয় নয়। সেলিব্রিটি রিয়্যালিটি শো’তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ২০১৫ সালে ‘বিগ বস’-এর নবম পর্বের প্রতিযোগী ছিলেন নোরা ফতেহি।

০৬ ১০

২০১৬ সালে পরপর দু’টি রিয়্যালিটি শো’তে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। জনপ্রিয় সেই রিয়্যালিটি শো দু’টি হল ‘কমেডি নাইটস বাঁচাও’ এবং ‘ঝলক দিখলাজা ৯’।

০৭ ১০

২০১৮ সালটা ছিল নোরার কেরিয়ারের সেরা বছর। এক দিকে ‘টপ মডেল ইন্ডিয়া’ এবং ‘এমটিভি ডেটিং ইন দ্য ডার্ক’ দু’টি রিয়্যালিটি শো’য়ে সঞ্চালনার পাশাপাশি বলিউডের দু’টি ছবিতে আইটেম নম্বর। ‘স্ত্রী’ ছবির ‘কামারিয়া’ এবং ‘সত্যমেব জয়তে’ ছবির ‘দিলবর’— এই দু’টি আইটেম নম্বরই নোরা ফতেহিকে বলিউডে লম্বা রেসের ঘোড়া বলেই চিহ্নিত করেছে।

০৮ ১০

‘দিলবর’ গানের একটি অ্যারবিক রিমেকও আছে। আর সেই রিমেকটি গেয়েছেন নোরা ফতেহি নিজেই। অর্থাত্ শুধু নাচ বা অভিনয় নয়, গানেও সমান পারদর্শী নোরা।

০৯ ১০

ইনস্টাগ্রামে নোরা ফতেহির পরিচয় অভিনেত্রী, ডান্সার, গায়িকা এবং প্রযোজক। সবে মাত্র ইন্টাসগ্রামে এসেছেন নোরা, আর এরই মধ্যে তাঁর ফলোয়ার ৩১ লক্ষ।

১০ ১০

২০১৯ সালে বেশ কিছু ছবিতেই দেখা যাবে নোরাকে। তার মধ্যে সলমন খানের ‘ভারত’ এবং জন আব্রাহামের ‘বাটলা হাউস’ অন্যতম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement