দিশা-তলবিন্দরকে নিশানা গায়কের প্রাক্তন প্রেমিকার? ছবি: সংগৃহীত।
দিশা পটানীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন পঞ্জাবি গায়ক তলবিন্দর সিংহ সিদ্ধুর। নূপুর সেনন ও স্টেবিন বেনের বিয়ের আসর থেকে এই জল্পনার সূত্রপাত। যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি তাঁরা কেউই। এর মধ্যেই তলবিন্দরের প্রাক্তন প্রেমিকার একটি মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এইচআইভি-র মতো ভাইরাসই শুধু নয়, কিছু মানুষ তাদের সঙ্গে দুর্ভাগ্য ও অভিশাপ নিয়েও ঘোরে। তলবিন্দরের প্রাক্তন প্রেমিকা সনী কৌরের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। পঞ্জাবি শিল্পীর প্রাক্তন প্রেমিকা লেখেন, “শুধু এইচআইভি বা এসটিআই নয়। কিছু মানুষ কিন্তু জীবনে দুর্ভাগ্য ও অভিশাপও নিয়ে আসে। তাই কার সঙ্গে শয্যা ভাগ করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।” সনীর এই পোস্ট ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নেটাগরিকের অনুমান, দিশার উদ্দেশেই এই বার্তা দিয়েছেন তলবিন্দরের প্রাক্তন প্রেমিকা। তবে এই নিয়েও কোনও মন্তব্য করেননি তলবিন্দর।
একসময়ে দীর্ঘ দিন টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে বেশ কয়েক জনের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। কিন্তু কৃতি সেননের বোনের বিয়ে থেকে নতুন করে পঞ্জাবি শিল্পীর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর।
দিশার চেয়ে বয়সে ৫ বছরের ছোট তলবিন্দর। দু’জনেই নিজেদের কর্মজগতে পরিচিত নাম। তবে তলবিন্দর তাঁর ব্যক্তিগত জীবন বরাবর গোপন রাখতেই পছন্দ করেন। এমনকি, নিজের মুখও মুখোশে ঢেকে রাখেন তিনি। যদিও নূপুরের বিয়েতে তাঁর মুখ প্রকাশ্যে এসেছে বলে দাবি নেটাগরিকের। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে দিশার সঙ্গে হুডি পরা একজন কথা বলছেন। ওই ব্যক্তির মুখের গড়ন ও শারীরিক উচ্চতা, পোশাক-আশাক দেখে নেটাগরিকের অনুমান ইনিই তলবিন্দর।