Tamil Actor Siddharth

মহিলারা পণ্য! রণবীরের বিজ্ঞাপনের বিরুদ্ধে সরব তামিল অভিনেতা

বিজ্ঞাপনে মহিলাদের পণ্য হিসাবে দেখানোর জন্য তীব্র প্রতিবাদ জানালেন তামিল অভিনেতা সিদ্ধার্থ। টুইট করে রণবীরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সম্প্রতি জামা কাপড়ের একটি বিজ্ঞাপনে শ্যুট করেছেন রণবীর সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১১:১৬
Share:

সমালোচনায় সিদ্ধার্থ

বিজ্ঞাপনে মহিলাদের পণ্য হিসাবে দেখানোর জন্য তীব্র প্রতিবাদ জানালেন তামিল অভিনেতা সিদ্ধার্থ। টুইট করে রণবীরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি জামা কাপড়ের একটি বিজ্ঞাপনে শ্যুট করেছেন রণবীর সিংহ। সেখানে উল্টো করে কাঁধে চাপিয়ে এক মহিলাকে নিয়ে যাচ্ছেন রণবীর। পাশে লেখা ‘ধরে রাখবেন না। নিজের কাজ বাড়িতে নিয়ে চলুন।’ এতেই চটে যান সিদ্ধার্থ। কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে এই হোর্ডিং যে অনুচিত তা টুইট করে জানান তিনি। তাঁর টুইটের পরেই ওই সংস্থা হোর্ডিংটা সরিয়ে নিয়েছে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি রণবীর সিংহ।

'বিতর্কিত' বিজ্ঞাপন শু্যটে রণবীর সিংহ

Advertisement

সিদ্ধার্থের এই প্রতিবাদে টুইটারেই অভিনন্দন জানান একাধিক মহিলা। তবে এই প্রথম নয়। বিভিন্ন বিষয়ে মহিলাদের অধিকার নিয়ে মুখ খুলে এর আগেও বহু বার নজর কেড়েছেন সিদ্ধার্থ।

আরও পড়ুন- সামনেই বিয়ে, কনীনিকার প্রি-হনিমুনে সঙ্গী হল হবু বরের ছেলেও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement