লতা-সচিনকে নিয়ে ভাঁড়ামি করে বিতর্কে কমেডিয়ান, দেখুন ভিডিও

আইপিএল ফাইনালের আগে ক্রিকেট আলোচনায় নয়, বিতর্কে সরব বলিউড। লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরকে ব্যঙ্গ করে কমেডিয়ান তন্ময় ভট্টের একটি ভি়ডিওর জেরে আপাতত ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তন্ময়ের তীব্র নিন্দা করে টুইট করেছেন অনুপম খের, জেনেলিয়া ডি’সুজা, রীতেশ দেশমুখ-সহ তাবড় বলি-তারকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ১৮:২২
Share:

সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকর এই মুখোশ পরেই ব্যঙ্গ করেছেন তন্ময় ভট্ট। ছবি: টুইটার।

আইপিএল ফাইনালের আগে ক্রিকেট আলোচনায় নয়, বিতর্কে সরব বলিউড। লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরকে ব্যঙ্গ করে কমেডিয়ান তন্ময় ভট্টের একটি ভি়ডিওর জেরে আপাতত ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তন্ময়ের তীব্র নিন্দা করে টুইট করেছেন অনুপম খের, জেনেলিয়া ডি’সুজা, রীতেশ দেশমুখ-সহ তাবড় বলি-তারকারা।

Advertisement

‘সচিন ভার্সাস লতা সিভিল ওয়ার’ নামের এক মিনিটের একটি ভি়ডিও থেকেই বিতর্কের সূত্রপাত। সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরের মুখোশ পরে তাঁদেরই গলা নকল করে তন্ময় যা বলেছেন তার মোদ্দা কথা হল, ‘সচিনের থেকে অনেক বড় ক্রিকেটার বিরাট কোহালি।’ তবে ভিডিওতে যে ভাষায় তাঁর ‘অ্যাক্ট’ পেশ করেছেন তন্ময়, তাতেই চটেছেন অনুপম-সহ অন্যরা। শুধু সচিনই নয় লতা মঙ্গেশকরকে নিয়েও ভাঁড়ামো করেছেন তিনি। সচিনের গলায় লতাকে লক্ষ করে তন্ময় বলেছেন, “নিজের মুখটা দেখেছেন? আপনার মুখ দেখলে মনে হয়, দশ দিন ধরে তা জলে ডুবিয়ে রেখে দেওয়া হয়েছিল।” এমনকী, ‘লতার বয়স পাঁচ হাজার বছরের’— এই কটূক্তিও করেছেন তন্ময়। আর এ ধরনের ভাঁড়ামো করতে গিয়েই তিনি যে মাত্রা ছাড়িয়েছেন তা মনে করছেন বলিউডের অনেকেই। অনুপম খের বলেছেন, “আমি ন’বারের বেস্ট কমিক অ্যাক্ট জয়ী অভিনেতা, আমারও সেন্স অব হিউমার এর থেকে ঢের গুণ ভাল। তন্ময় যা করেছে তা জঘন্য এবং অসম্মানজনক, এটা কোনও ভাবেই হিউমার নয়।”

অনুপমের মতো মুখ খুলেছেন রীতেশও। তিনি বলেছেন, “আমি একেবারে শক্ড! কাউকে অসম্মান করাটা একেবারেই ‘কুল’ নয়। তা কখনই মজার হতে পারে না।”

Advertisement

ঠিক কী বলেছেন তন্ময়, নীচের ভিডিওতে তা দেখে নিন।

আরও পড়ুন

সলমনের অরিজিতের উপর রেগে থাকার আসল কারণ কি এটাই?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন