Entertainment News

অনলাইনে লিক হয়ে গেল ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

সাম্প্রতিক অতীতে চারটে বিগ বাজেটের দক্ষিণ ভারতীয় ছবির ক্ষেত্রেও নাকি একই ঘটনা ঘটেছে। মুক্তির ঘণ্টা খানেকের মধ্যেই ওই সাইটে সম্পূর্ণ সিনেমাগুলি ডাউনলোড করা যাচ্ছিল। ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ ক্ষেত্রেও সেই অপশন নাকি পাওয়া যাচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৪:৫৬
Share:

সিনেমার দৃশ্যে অনুপম খের।

গত দু’দিন ধরে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে বিজয় রত্নাকর গুট্টের ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ফের ধাক্কা। রিলিজের একদিনের মধ্যেই গোটা ছবিটা লিক হয়ে গেল অনলাইনে। তামিল রকস্টার নামের একটি ওয়েবসাইট থেকেই এই অনলাইন পাইরেসি করা হয়েছে বলে খবর।

Advertisement

সাম্প্রতিক অতীতে চারটে বিগ বাজেটের দক্ষিণ ভারতীয় ছবির ক্ষেত্রেও নাকি একই ঘটনা ঘটেছে। মুক্তির ঘণ্টা খানেকের মধ্যেই ওই সাইটে সম্পূর্ণ সিনেমাগুলি ডাউনলোড করা যাচ্ছিল। ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ ক্ষেত্রেও সেই অপশন নাকি পাওয়া যাচ্ছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা বইয়ের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি হয়েছে বলে দাবি করেছিলেন ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর সঙ্গে যুক্ত সকলেই। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর চিত্রটা অন্য বলেই মনে হয়েছে একাধিক সিনে সমালোচকের। অনেকেই বলেছেন, সঞ্জয় বারু তাঁর নিজস্ব মতামত লিখেছেন বইতে। কিন্তু মুদ্রার উল্টোপিঠও রয়েছে। সিনেমায় সেই ব্যখ্যারও প্রয়োজন ছিল।

Advertisement

আরও পড়ুন, বক্সঅফিসের রায়: ‘...অ্যাক্সিডেন্টাল’ নয়, ‘উরি’ কিছুটা মুখরক্ষা করল বিজেপির

কংগ্রেস কর্মীদের বিক্ষোভের জেরে দেশের বিভিন্ন জায়গায় ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ শো বন্ধ করে দেওয়া হয়েছে গত দু’দিনে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা জানিয়েছেন মূল অভিনেতা অনুপম খের। তবে পাইরেসি নিয়ে এখনও পর্যন্ত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ যুক্তরা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।


এই ভাবেই হচ্ছে অনলাইন পাইরেসি।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন