Lakshya on Aryan Khan

‘চাইলে নিজের দুনিয়া বদলানোর ক্ষমতা রাখে আরিয়ান’, শাহরুখ-পুত্রের কোন গুণ দেখে মুগ্ধ লক্ষ্য?

আরিয়ান নাকি প্রথম থেকেই চেয়েছিলেন, এমন কোনও কাজ করবেন, যা নিয়ে সকলে কথা বলবে। নিজের পরিচালনার উপর আত্মবিশ্বাস ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৯:০৭
Share:

আরিয়ানের প্রশংসায় লক্ষ্য। ছবি: সংগৃহীত।

চাইলে অনেক কিছুই পুরো বদলে দিতে পারেন আরিয়ান খান। সেই ইচ্ছাশক্তি ও ক্ষমতা রাখেন শাহরুখ-পুত্র। পরিচালক সম্পর্কে এমনই মনে করেন ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ খ্যাত অভিনেতা লক্ষ্য।

Advertisement

সম্প্রতি রাজ শমানির পডকাস্টে অংশ নেন লক্ষ্য। সেখানে নিজের অভিনয় সফর ও আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেতা। কথা বলতে বলতেই শাহরুখ-পুত্রের ভূয়সী প্রশংসা করেন তিনি। আরিয়ানের বিশেষ কিছু গুণ রয়েছে, সেগুলিই তুলে ধরেন লক্ষ্য।

আরিয়ান সম্পর্কে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর নায়কের স্পষ্ট মন্তব্য, “খুব অল্প সংখ্যক মানুষ আছে, যাদের সঙ্গে দেখা হওয়ার পরেই মনে হয়, এর মধ্যে দুনিয়া বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে। আরিয়ান সেই অল্প সংখ্যক মানুষগুলোর মধ্যে একজন। ওর ভিতর প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।” তাই নাকি ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর চিত্রনাট্য পড়ার আগেই লক্ষ্য জানতেন, আরিয়ান বড় কিছু করতে চলেছেন এবং কাজটি প্রশংসা পাবেই। লক্ষ্যের কথায়, “ওর মধ্যে এক অদ্ভুত উদ্যম, উত্তেজনা ও নিষ্ঠা রয়েছে, যা সব পরিচালকের মধ্যে থাকে না।”

Advertisement

আরিয়ান নাকি প্রথম থেকেই চেয়েছিলেন, এমন কোনও কাজ করবেন, যা নিয়ে সকলে কথা বলবে। নিজের পরিচালনার উপর আত্মবিশ্বাস ছিল তাঁর। সেই ভাবেই অভিনেতাদেরও সবটা বুঝিয়েছিলেন। জানান লক্ষ্য।

এই সিরিজ়ে বহু অভিনেতা ও বিষয়কে নিয়ে পরোক্ষ ভাবে মশকরা করেছেন আরিয়ান। এমনকি সলমন খান ও শাহরুখ খানের বহুল চর্চিত ঝগড়া নিয়েও খোঁচা দিয়েছেন আরিয়ান। একটি দৃশ্যে নিজেকে নিয়েও মশকরা করেছেন তিনি।

লক্ষ্য বলেছেন, “ও তো নিজেকে নিয়েও মজা করেছে। এমনকি শাহরুখ স্যরকেও ছাড়েনি। আরিয়ান খুবই বুদ্ধিমান।” তাঁর বক্তব্য, তবে ক্যামেরার সামনে যেমন গম্ভীর মুখে থাকেন আরিয়ান, আদতে তিনি একেবারেই তেমন নন। সব সময় মজা, হইহুল্লোড় করতে ভালবাসেন আরিয়ান। পরিচালনা বেছে নিলেও আরিয়ান নিজে অভিনেতা হিসেবেও অসাধারণ। জানিয়েছেন লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement