Nick Jonas. Bollywood

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়! কী এমন ছবি পোস্ট করলেন নিক?

নিক ডায়বেটিক, তা সত্ত্বেও তিনি সিগার খেয়ে কেন নিজের ক্ষতি ডেকে আনছেন, প্রশ্ন তুলেছেন তাঁর ভক্তকুল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৭
Share:

নিক জোনাস। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।

কালো রঙের স্যুট পরে সিগার খাচ্ছিলেন নিক। সেই ছবিও দিলেন ইনস্টাগ্রামে। আর তাতেই বাধল বিপত্তি। ফ্যানেরা মোটেও ভালভাবে নিলেন না নিকের ধূমপান করার ছবি। নিক ডায়বেটিক, তা সত্ত্বেও তিনি সিগার খেয়ে কেন নিজের ক্ষতি ডেকে আনছেন, প্রশ্ন তুলেছেন তাঁর ভক্তকুল।

Advertisement

মার্কিনী ম্যাগাজিন ‘সিগার আফিসিওনাডো’-এর জন্যই ওই ছবি শুট করেছিলেন নিক। কিন্তু তাতেও শান্ত হননি নিকের ভক্তরা। ওই পোস্টের কমেন্টে এক জন লিখেছেন, ‘নিক, তোমায় ভালবাসি। কিন্তু সিগার খেলেই কুল হওয়া যায় না।’আর এক জনের বক্তব্য,‘ প্লিজ, সিগার খেয়ো না নিক। তোমার ডায়বিটিস আছে।’

Advertisement

💨 @cigaraficionado

A post shared by Nick Jonas (@nickjonas) on

ওই ছবিতে আবার প্রিয়ঙ্কা কমেন্ট করেছেন, ‘সুস্বাদু’। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, প্রিয়জন হয়ে কী করে প্রিয়ঙ্কা সম্মতি দিলেন সিগার পানে, যা থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে!

আরও পড়ুন-সোনমকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিলেন বর আনন্দ, তবে কি...

আরও পড়ুন- পঁয়তাল্লিশ বছরেও সি-বিচে উষ্ণতা ছড়াচ্ছেন এই বলি অভিনেত্রী

কিছু দিন আগেও প্রকাশ্যে ধূমপান করে খবরের শিরোনামে এসেছিলেন নিক-প্রিয়ঙ্কা জুটি। অ্যাজমা থাকা সত্ত্বেও কী ভাবে ধূমপান করতে পারেন প্রিয়ঙ্কা, প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement