Entertainment News

ফের বিতর্কে কপিল শর্মা, এ বার জোক চুরির অভিযোগ!

বিতর্ক যেন আর পিছু ছা়ড়ছে না কপিল শর্মার। সদ্য ১০০ এপিসোড পেরিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। এ বার জোকস চুরির অভিযোগ উঠল এই শো-এর বিরুদ্ধে! অভিযোগ করেছেন কমেডিয়ান অভিজিত্ গঙ্গোপাধ্যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১৫:৫২
Share:

বিতর্ক যেন আর পিছু ছা়ড়ছে না কপিল শর্মার। সদ্য ১০০ এপিসোড পেরিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। এ বার জোকস চুরির অভিযোগ উঠল এই শো-এর বিরুদ্ধে! অভিযোগ করেছেন কমেডিয়ান অভিজিত্ গঙ্গোপাধ্যায়।

Advertisement

সম্প্রতি ফেসবুক পোস্টে অভিজিত্ লিখেছেন, ওই শো-এর একটি এপিসো়ডে কমেডিয়ান কিকু সারদা নাকি তাঁর লেখা জোক বলেছেন। ফলে ওই শো-এর স্ক্রিপ্ট যাঁরা লেখেন, তাঁরা চুরি করছেন বলে অভিযোগ করেছেন অভিজিত্। তাঁর দাবি, তিন বছর আগেই ‘হ্যাভিং অ্যান এল্ডার ব্রাদার’-এর চিত্রনাট্যের ওপর পারফর্ম করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ওই চিত্রনাট্যের ওপর একটি ভিডিও আপলোড করেছেন দু’সপ্তাহ আগে। তাঁর অভিযোগ, সেটা থেকেই নাকি স্রেফ টুকে দেওয়া হয়েছে তাঁর লেখা জোক।

আরও পড়ুন, পরের ছবির জন্য ছ’কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন করিনা?

Advertisement

অভিজিত্ লিখেছেন, ‘কপিল শর্মা, চুরি করাটা ঠিক নয়। কারও জোক নিয়ে আপনি ন্যাশনাল টিভিতে পারফর্ম করলেন, যেখানে লক্ষ লক্ষ দর্শক ভাবলেন সেটা আপনি লিখেছেন। এর পর আমি আবার যখন পারফর্ম করব, তখন লোকে ভাববে আমি আপনারটা চুরি করেছি।’

বাঁদিকে অভিজিত্ গঙ্গোপাধ্যায়, ডানদিকে কিকু সারদা।

অভিজিতের দাবি, প্রথমে তাঁর এক বন্ধু মারফত খবর পান যে, তাঁরই জোক ওই শো-তে ব্যবহার করা হয়েছে। তিনি নিজে দেখার পর বুঝতে পারেন, ঘটনাটি সত্যি। তাঁর কথায়, ‘‘আমি হতাশ। রাগ হচ্ছে, নিরুপায় মনে হচ্ছে। এটা যেন আর কারও সঙ্গে কখনও না হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন